Panchayat Election 2023: দুয়ারে পঞ্চায়েত ভোট, স্কুলের পাশ থেকে উদ্ধার তাজাবোমা

দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাবপুর এলাকা থেকে উদ্ধার হয় তাজা বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে  আতঙ্কের পরিবেশ।

Panchayat Election 2023: দুয়ারে পঞ্চায়েত ভোট, স্কুলের পাশ থেকে উদ্ধার তাজাবোমা
দোকানের পাশ থেকে উদ্ধার বোমা (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল:  রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ১১দিন বাকি। ভোটের দিন যত এগোচ্ছে ততই শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। তোপ পাল্টা তোপে ভোটের হাওয়া যখন গরম তখন ফের বাংলায় উদ্ধার বোমা। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসতের Duttapukur এলাকার একটি বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। যদিও পুলিশ ও গ্রামবাসীদের তৎপরতায় নিস্ক্রিয় করা গিয়েছে বোমাগুলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ এসে বোমগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাবপুর এলাকা থেকে উদ্ধার হয় তাজা বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে  আতঙ্কের পরিবেশ। অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েতেও এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। ৫ বছর পর ফের পঞ্চায়েত নির্বাচনেও একই পরিবেশ তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের উল্টোদিকের একটি মুদিখানা দোকানের বাইরে চারটি তাজা বোমা পাওয়া গিয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

সোমবার সকাল হতেই বোমার বিষয়টি সকলের নজরে আসে। এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী কাসেম আলীর দাবি, এই বোমা ISF-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির সঙ্গে ভাঙড় থেকে কিছু অপরিচিত লোকজন ঢুকছে। তারাই এই বোম মজুত করেছে। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে আগেই জানানো হয়েছে বলে দাবি করেন কাসেম আলী। অন্যদিকে বিশ্বজিৎ মাইতি এবার পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে ৫২ নম্বর পার্টে নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি জানান ২০১৮ সালে যেভাবে কাসেম আলীর নেতৃত্বে ভোট লুট হয়েছে এই এলাকা থেকে,তার নেতৃত্বের হাজার খানেক লোক বোমা পিস্তল আগ্নেয়াস্ত্র নিয়ে এখানকার বাড়ি বাড়ি গিয়ে লুটপাট চালায়। এলাকায় সেইসময় বারুদের স্তুপ হয়ে গিয়েছিল। ২০১৮ র পর ২০২৩, আবারও কাসেম আলী পঞ্চায়েত সমিতির প্রার্থী। এলাকায় সন্ত্রাসের পরিবেশ আবারও তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।