আদ্রায় TMC নেতা ধনঞ্জয় চৌবে খুনে গ্রেফতার আরও ১ সার্প শ্যুটার

গত ২২ জুন রাতে আদ্রা শহরে তৃণমূল কার্যালয়ে গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। এই ঘটনায় ২৩ জুন দুজনকে গ্রেফতার করে পুলিশ।

আদ্রায় TMC নেতা ধনঞ্জয় চৌবে খুনে গ্রেফতার আরও ১ সার্প শ্যুটার
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: পুরুলিয়ার আদ্রায় ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় গ্রেফতার সার্প স্যুটার। চলতি বছর ২২ জুন রেল শহর আদ্রায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে খুন হন TMC নেতা ধনঞ্জয় চৌবে। সেই খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। ধৃতের নাম রত্নেশ কুমার পান্ডে।  বিহারের গোপালগঞ্জ জেলার কেটিয়া থানা এলাকার বাসিন্দা। 

ধৃত ভাড়াটে খুনি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, অভিযুক্ত রত্নেশ সহ তৃণমূল নেতা খুনে এখনও পর্যন্ত মোট ৪ চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে বিহারের জামুই এলাকার এক দুস্কৃতীকে সহ দু'জনকে আদ্রা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন ছিল পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী। 

আরও পড়ুন:- https://tribetv.in/old-aged-man-dead-body-allegedly-found-in-neighbored-house-in-Kolkata-netajinagar-areas

আরও পড়ুন:-https://tribetv.in/TMC-Minister-Shashi-Panja-attacks-BJP-MP-Locket-Chatterjee-over-women-crime-issue

প্রসঙ্গত, গত ২২ জুন রাতে আদ্রা শহরে তৃণমূল কার্যালয়ে গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। এই ঘটনায় ২৩ জুন দুজনকে গ্রেফতার করে পুলিশ। একজন আরশাদ হোসেন এবং অপরজন মহম্মদ জামাল। আরশাদ ছিলেন পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী। আর মহম্মদ জামাল এলাকার কুখ্যাত দুষ্কৃতী। দুজনই আদ্রার বাসিন্দা। এরপর ২৭ জুন খুনের মাস্টারমাইন্ড তথা আদ্রার সিন্ডিকেটের মাথা আরজু মালিক গ্রেফতার করা হয় বিহারের জামুই জেলার আরসার থেকে। এবার সেই বিহার থেকে আরও এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করা হল। পুলিশের অনুমান, সেখানে রত্নেশকে 'সুপারি' দিয়েছিলেন আরজু।