পর্যটক টানতে  চিলাপাতা ইকো ট্যুরিজমের অভিনব উদ্যোগ 

বিভিন্ন গাছ ও পাশ দিয়ে তৈরি মাচা , পাটকাঠি ও খড় দিয়ে তৈরি থাকবে সেই ঘর। খাওয়ার পরিবেশন করা হবে  কলা পাতায়, জল থাকবে মাটির ভারে। 

পর্যটক টানতে  চিলাপাতা ইকো ট্যুরিজমের অভিনব উদ্যোগ 

ট্রাইব টিভি ডিজিটাল: ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার, পর্যটন মানচিত্রে বরাবরই রয়েছে শীর্ষস্থানে। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চল ভুটান তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলায় বহু দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র রয়েছে।

এই পর্যটন কেন্দ্রগুলিতে প্রতি বছর বহু দেশ-বিদেশের পর্যটক আসে। তবে এবার পর্যটকদের আরও বেশি দিন ডুয়ার্স রানীতে থাকার জন্য চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় জনজাতির খাবার থেকে শুরু করে পোশাক নৃত্য গান বাজনা। ইতিমধ্যেই জোর কদমে চলছে সেই প্রস্তুতি। 

আলিপুরদুয়ারে বক্সার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড বলতে পর্যটন। প্রচুর মানুষ সান্তালা বাড়ি থেকে ট্রেকিং করে বক্সা পাহাড়ে আসেন ছুটি কাটাতে। একদিকে যেমন, বক্সা পাহাড়ের অপরূপ শোভা, অন্যদিকে, ঐতিহাসিক বক্সা ফোর্ট। এই সকল কিছুর সৌন্দর্য উপভোগ করতে রাভা জনজাতির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পর্যটকদের জন্য যে খাবারগুলি থাকবে সমস্তটাই থাকবে তাদের ট্রাডিশনাল খাবার, যা তৈরি করবেন বাড়ির বউরা। সঙ্গে থাকবে বসে খাওয়ার জায়গাও। 

বিভিন্ন গাছ ও পাশ দিয়ে তৈরি মাচা , পাটকাঠি ও খড় দিয়ে তৈরি থাকবে সেই ঘর। খাওয়ার পরিবেশন করা হবে  কলা পাতায়, জল থাকবে মাটির ভারে। এই অভিনব উদ্যোগের মধ্যে রয়েছে আরও একটি চমক। পর্যটকদের খাওয়ার পরিবেশন করবেন যারা তাঁরা প্রত্যেকেই থাকবেন জনজাতির পোশাকে। 

শুধু তাই নয়, অন্যান্য সময় পর্যটকরা আসে শুধু চিলাপাতা জঙ্গল দেখতে। কিন্তু এবার থেকে পর্যটকরা দেখতে পাবেন স্থানীয় রাভা জনজাতির মন্দির, লাইব্রেরি, স্কুল, পার্শ্ববর্তী মথুরা চা বাগান এবং বাগানে থেকে পাতা তুলে কিভাবে চা পাতা বানানো হয় ও সেই বাগানে অবস্থিত ইংরেজদের হাতে স্থাপিত শিব মন্দির।

পাশাপাশি দেখা যাবে শুটিং স্পট, সমস্তটাই তুলে ধরা হবে নতুন ভাবে। আলিপুরদুয়ারের পর্যটন শিল্পে এ যেন এক নতুন উদ্যোগ। স্থানীয়রা আশাবাদী আগামী ডিসেম্বর মাসের মধ্যেই পর্যটকদের জন্য এই নতুন সৃষ্টি তাঁরা তুলে ধরতে পারবেন শীঘ্রই। কিন্তু এই নতুন উদ্যোগে কতটা লাভের মুখ দেখতে পারেন ব্যবসায়ীরা এখন দেখার সেটাই।