ফের দুর্ঘটনার কবলে মোদীর 'বন্দে ভারত'

গুজরাটে ফের দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। আবারও একবার গরুকে ধাক্কা মারল এই সেমি হাইস্পিড ট্রেন।

ফের দুর্ঘটনার কবলে মোদীর 'বন্দে ভারত'

ট্রাইব টিভি ডিজিটাল: গুজরাটে ফের দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। আবারও একবার গরুকে ধাক্কা মারল এই সেমি হাইস্পিড ট্রেন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাটের উদভাদা ও ভাপি স্টেশনের মাঝে। দুর্ঘটনার জেরে ট্রেনটির সামনের অংশের সামান্য ক্ষতি হয়। বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয় ট্রেন।

জানা গিয়েছে, এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সামান্য মেরামতির পর ফেল চালু করে দেওয়া হয় ট্রেনটিকে। এই নিয়ে গত দু'মাসে চারবার দুর্ঘটনার কবলে পড়ল এই সেমি হাইস্পিড ট্রেন। প্রতিবারই ট্রেনের সামনে চলে এসেছে গবাদি পশু। বারবার একই ধরনের দুর্ঘটনা হওয়ায় কিছুটা বিব্রতও হয়েছেন রেল কর্তারা। রেল লাইনে গবাদি পশুর ওঠা বন্ধ করতে এবার পদক্ষেপ করতে চলেছেন তাঁরা। বিষয়টি নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

জানা গিয়েছে, এর আগেও চলতি বছরের ৭ অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েছিল গুজরাট-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস। সেবার গুজরাটের ভদোদরা ডিভিশনের আনন্দ স্টেশনের কাছে একটি গরুকে ধাক্কা মেরেছিল এক্সপ্রেস ট্রেনটি। তবে সেই ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি। ঘটনার জেরে ১০ মিনিটের জন্য ওই স্টেশনে ট্রেনটিকে দাঁড়াতে হয়েছিল। পরে ফের তা যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই রেল কর্তা। 

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেই ৬ তারিখ মুম্বই থেকে গান্ধীনগর যাওয়ার রাস্তায় বন্দে ভারত এক্সপ্রেসের সামনে চলে আসে দু থেকে তিনটি মোষ। সেদিন বেলা প্রায় সোয়া এগারোটা নাগাদ গুজরাটের বাতওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার জেরে ট্রেনের চালকের কোচের সামনের অংশ খুলে বেরিয়ে আসে। সেই ঘটনায় মোষ মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রেল পুলিশ। ওই দিনই ট্রেনের ওই ভাঙা অংশ সারিয়ে ফেলা হয়েছিল।