সন্দেশখালির পরিস্থিতি কেমন, গ্রামে ঘুরে ঘুরে অভিযোগ শুনছেন রেখা শর্মারা

সোমবার রাজ্যে আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ তিন জনের প্রতিনিধি দল। কী ঘটেছে সন্দেশখালিতে দেখতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান কমিশনের চেয়ারপার্সন ও সদস্যরা। জানুন বিস্তারিত...

সন্দেশখালির পরিস্থিতি কেমন,  গ্রামে ঘুরে ঘুরে অভিযোগ শুনছেন রেখা শর্মারা
সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

ট্রাইব টিভি ডিজিটাল: শেখ শাহজাহান ইস্যুতে উত্তপ্ত সন্দেশখালি। গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে সেখানকার পরিস্থিতি। সন্দেশখালির ঘটনায় বারবার নাম উঠে এসেছে শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেখানকার মহিলারা বারবার অভিযোগ করেছেন, তাঁদের উপর অত্যাচারের কথা। এই তিনজনের মধ্যে উত্তম সর্দারকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তারপর শনিবার গ্রেফতার হন শিবু হাজরা। সন্দেশখালির ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পর এবার আসরে নামল জাতীয় মহিলা কমিশন। 

সোমবার রাজ্যে আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ তিন জনের প্রতিনিধি দল। কী ঘটেছে সন্দেশখালিতে দেখতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ও সদস্যরা। সেখানে গিয়ে তারা সন্দেশখালির বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে ঘুরে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে বলেন এবং তাদের অভিযোগ শোনেন। দীর্ঘদিন ধরে তাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে বা যে ধরনের সমস্যার মধ্যে তারা পড়েছে সেটা সমস্তটাই নথিবদ্ধ করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। 

আরও পড়ুন:https://www.tribetv.in/Suvendu-Adhikari-lawyer-surjaneel-Das-approached-to-calcutta-high-court-after-summoned-by-kolkata-police

সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড়া এলাকায় যেখানে সব থেকে বেশি মহিলারা নির্যাতিতা হয়েছেন তাদের সঙ্গে গিয়েও দেখা করেন। পাশাপাশ উত্তর ২৪ পরগণার জেলা শাসক সহ বসিহাট পুলিশ জেলার পুলিশ সুপাররের সঙ্গে দেখা করবেন। এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এমনটাই খবর কমিশন সূত্রে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা শর্মা বললেন, ''পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে? আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে যারা কি না সেখানে আক্রান্ত হয়েছে তাঁদেরই পরিবারের সদস্য। এখনও কেন শাহজাহান গ্রেফতার হল না।''