Kharagpur News: বিতর্কিত মন্তব্যে নিঃশর্ত ক্ষমার দাবিতে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের

খড়গপুরে বিজেপি সাংসদের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি আন্দোলনকারীরা। তাঁদের দাবি, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, দিলীপ ঘোষের বাড়ির গেট ভাঙার চেষ্টা করেন কুড়মি আন্দোলনকারীরা।

Kharagpur News: বিতর্কিত মন্তব্যে নিঃশর্ত ক্ষমার দাবিতে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের
দিলীপ ঘোষের বাংলোর বাইরে কুড়মিদের ঘেরাও (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না BJP-র সর্বভারতীয় সহ সভাপতি Dilip Ghosh-এর। কুড়মি আন্দোলন নিয়ে মন্তব্য করায় খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের। অবিলম্বে বিতর্কিত মন্তব্য ইস্যুতে বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

বুধবার দুপুরে খড়গপুরে বিজেপি সাংসদের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি আন্দোলনকারীরা। তাঁদের দাবি, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, দিলীপ ঘোষের বাড়ির গেট ভাঙার চেষ্টা করেন কুড়মি আন্দোলনকারীরা। এদিন বিজেপি সাংসদের বাড়ির বাইরে ভাঙচুর চালান তাঁরা। জানা গিয়েছে, জনজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে কুড়মিদের আন্দোলন চলছে। ইতিমধ্যেই কুড়মিজদের আন্দোলনে বনধ থেকে অবরোধ দেখেছে রাজ্য। দিন কয়েক আগে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুমকিও দেন কুড়মি আন্দোলনকারীরা।

এদিকে, শাসক দলের চক্রান্ত। কুড়মি আন্দোলন নিয়ে মন্তব্যে বঙ্গ বিজেপি দ্বিধা বিভক্ত। সুকান্ত মজুমদার ভুল স্বীকার করলেও দিলিপের পাশে দাঁড়ালেন ফাল্গুনী পাত্র।কুড়মি আন্দোলনে BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের অশ্লীল মন্তব্য যখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভুল স্বীকার করছেন। তখন ঠিক উল্টো চিত্র দেখা গেল। রাজ্য বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র দিলীপ ঘোষের মন্তব্যে সিলমোহর দিলেন। তিনি বলেন, ''দিলীপ দা অশ্লীল কথা বলেননি। কাপড় খোলার কথা মহিলাদের বলেননি। শাসক দলের চক্রান্ত খুঁজে পেয়েছেন।''

তিনি বলেন, ''এই আন্দোলনে আমাদের সহযোগিতা সহমর্মিতা রয়েছেন। যেভাবে গাড়ি আটকে রেখে দিয়েছেন কিছু মানুষ সুযোগ সন্ধানী তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আন্দোলনকারীদের কাপড় খোলার কথা বলেননি, এটা শাসক দলের চক্রান্ত।'' অন্যদিকে সম্প্রতি ইডেনে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ইডেন গার্ডেনের ভিআইপি বক্সে বসে মদন মিত্র, দিলীপ ঘোষরা কাঠি চিকেন ফিস ফ্রাই খাচ্ছেন। সেটা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলতে শুরু করেছে। সেটা নিয়ে তিনি বলেন, ''ক্রিকেট ম্যাচে খেলা দেখতে গিয়ে আনন্দদায়ক বিষয়। এইটা কে কি খাচ্ছে, কার পাশে কে বসে রয়েছে এটা নিয়ে বিতর্ক না করাই ভালো।''