Lok Sabha News: ২২ বছর আগের স্মৃতি উসকে সংসদের অধিবেশন কক্ষে ঝাঁপ ২ যুবকের, ছোঁড়া হল রঙ বোমা

আজকের দিনেই ২২ বছর আগে সংসদে হামলা চালিয়েছিল ৫ লস্কর জঙ্গি। সেই দিনের ঘটনার স্মৃতি উসকে দিয়ে আজ একই দিনে ফের লোকসভা কক্ষে ঝাঁপ দুই যুবকের।

Lok Sabha News:  ২২ বছর আগের স্মৃতি উসকে সংসদের অধিবেশন কক্ষে ঝাঁপ ২ যুবকের, ছোঁড়া হল রঙ বোমা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: কেন্দ্রীয় নিরাপত্তা বলয় ভেঙে লোকসভার অধিবেশন কক্ষে অজ্ঞাত পরিচয়ের ২ যুবকের ঝাঁপ। ঠিক আজ থেকে ২২ বছর আগে আজকের দিনেই সংসদে হামলা চালিয়েছিল ৫ লস্কর জঙ্গি। সেই দিনের ঘটনার স্মৃতি উসকে দিয়ে আজ একই দিনে ফের লোকসভা কক্ষে ঝাঁপ দুই যুবকের। কীভাবে কড়া নিরাপত্তা বেষ্টনি এড়িয়ে একেবারে সটান অধিবেশন কক্ষে প্রবেশ করল অজ্ঞাত পরিচয়ের ওই দুই যুবক তা জানার চেষ্টা চলছে।

সংসদ সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর হাতে আটক ঐ ২ যুবক। ধৃতদের নাম, নীলম ও অমল সিন্ধে। সূত্রের খবর, আটক ওই যুবকদের কাছ থেকে হলুদ গ্যাস জাতীয় দ্রব্য পাওয়া গিয়েছে। তবে কীভাবে সরাসরি ওই দুই যুবক সংসদের ভিতরে প্রবেশ করল সেই কারণ এখনও স্পষ্ট নয়। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। 

https://x.com/shaandelhite/status/1734841392856498285?s=20

২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালে এই ১৩ ডিসেম্বরেই সংসদে জঙ্গি হামলা হয়েছিল। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দেখা যায়, দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

https://x.com/ANI/status/1734846750895313389?s=20

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। দুই সাংসদ দ্রুত তাঁদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।