'দিল্লি চলোর' ডাক বিক্ষুদ্ধ কৃষকদের , রণক্ষেত্র দিল্লি-হরিয়ানা সীমান্ত

কৃষকদের 'দিল্লি চলো' আন্দোলনকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ২০২০-২১ পর এই প্রথম 'দিল্লি চলো' আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

'দিল্লি চলোর' ডাক বিক্ষুদ্ধ কৃষকদের , রণক্ষেত্র দিল্লি-হরিয়ানা সীমান্ত
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলবার 'দিল্লি চলো' ডাক কৃষকদের। কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও আন্দোলনে অনড় কৃষকরা। রাজধানীতে আপাতত ১২ মার্চ পর্যন্ত জারি ১৪৪ ধারা। মঙ্গলবার সকাল থেকে কার্যত অবরুদ্ধ যান-চলাচল।   

কৃষকদের 'দিল্লি চলো' আন্দোলনকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। ২০২০-২১ পর এই প্রথম 'দিল্লি চলো' আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের। সোমবার মধ্যরাতে বেশ কয়েকঘন্টা বৈঠকের মাধ্যমে কৃষক আন্দোলন ঠেকাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বৈঠক কার্যত বিশ বাঁও জলে। কৃষকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলনের সিদ্ধান্তে অনড়। কিষান মজদুর সংঘর্ষ কমিটির শরণ সিং পান্ধার ঘোষণা করেন, দিল্লি চলো মিছিল শুরু। কৃষকদের তিনটি মূল দাবি -সব শস্যের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষকদের ঋণ মকুব ও স্বামীনাথন কমিশনের সুপারিশ মানার দাবি নিয়ে পথে কৃষক কমিটি। আন্দোলনের রেশ রাজধানীতে পৌঁছানোর আগেই সোমবার থেকে রাজধানীতে জারি ১৪৪ ধারা।

আরও পড়ুন: https://www.tribetv.in/Sobhan-Baisakhi-appeared-in-court-due-to-allegation-of-Narada-case

রাজ্যজুড়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক জায়গায় করা রয়েছে ব্যারিকেড। সারা রাজ্যে ১ মাস জারি থাকবে ১৪৪ ধারা। লঙ্ঘন করলে তৎক্ষণাৎ গ্রেফতার করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। সোমবার সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়ামকে অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে প্রায় ২০০ টিরও বেশি কৃষক কমিটির প্রায় ২০ হাজার কৃষক তাদের দাবি নিয়ে আন্দোলনের পথে। তবে দিল্লিতে ঢোকার মুখেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা।

আরও পড়ুন: https://www.tribetv.in/People-facing-trouble-at-sandeshkhali-areas-due-to-unpleasant-incident-happened

রাজ্যজুড়ে প্রায় ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন রয়েছে। কংক্রিটের দেওয়ালে মুড়ে ফেলা হয়েছে দিল্লি সীমান্তকে। সবমিলিয়ে কৃষক আন্দোলন প্রতিরোধের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একাধিক পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। তবে এখন দেখার এই আন্দোলনের জল কতদূর গড়ায়!