১০ টাকা দিলেই মিলছে খিচুড়ি! কোথায় জানুন...

মূলত চা বাগানের শ্রমিক ও এখানকার সাধারণ মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন না এখানকার বাসিন্দাদের চিকিৎসার জন্য বেশ কিছুটা দূরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও মঙ্গলবাড়ি যেতে হয়।

১০ টাকা দিলেই মিলছে খিচুড়ি! কোথায় জানুন...

ট্রাইব টিভি ডিজিটাল: এক বছর আগে মৃত্যু হয়েছিল স্ত্রীর। মৃত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে অভিনব উদ্যোগ স্বামীর। এলাকারই এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শুরু করলেন ১০ টাকায় খিচুড়ি পরিষেবা।  

জানা গিয়েছে, ঐ ব্যবসায়ীর নাম শেখ জিয়াউর রহমান। তাঁর উদ্যোগে এবং 'একমি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডুয়ার্সের প্রত্যন্ত চা বাগানের বিশিষ্ট ডাক্তারের পরামর্শে এবং ১০ টাকার বিনিময়ে খিচুড়ি পরিষেবা শুরু হল। রবিবার বাতাবাড়িতে এই দুটি শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পদ্মশ্রী করিমূল হক।

মূলত চা বাগানের শ্রমিক ও এখানকার সাধারণ মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন না এখানকার বাসিন্দাদের চিকিৎসার জন্য বেশ কিছুটা দূরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও মঙ্গলবাড়ি যেতে হয়। কিন্তু এখান থেকে সেখানে যেতে যেমন খরচ বেশি হয় তেমনি সময়ও লাগে বেশি। যে কারণে এখানে কম খরচে যেমন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে ঠিক তেমনি সময়ও লাগবে কম। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে ন্যায্যমূলে ঔষধ দেওয়াও হবে। এর ফলে এখানকার বাসিন্দাদের সুবিধা হবে। প্রথম দিনে এলাকার বেশ কিছু মানুষ ডাক্তার দেখাতে আসেন।