মোদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তারকাদের ভিড়ে চাঁদের হাঁট অযোধ্যায়

ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতও এসেছেন অযোধ্যায়। তাঁর সঙ্গে এসেছেন স্বামী ডঃ রাম নেনেও। এছাড়াও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের নক্ষত্ররাও।

মোদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা,   তারকাদের ভিড়ে  চাঁদের হাঁট অযোধ্যায়
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: অপেক্ষার প্রহর শেষ। অবশেষে ৫০০ বছর পর অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। সকাল থেকেই রামনামে মুখরিত অযোধ্যা থেকে আসমুদ্রহিমাচল। সরযূর তীর থেকে সাতসমুদ্রজুড়ে শুধুই রাম নাম। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাম মন্দির উদ্বোধন ঘিরে গত সাতদিন ধরে উৎসবের রোশনাই সেজে উঠেছিল সরযূর তীর অযোধ্যানগরী। দেশ-বিদেশ থেকে আসা অতিথিদের সমাগমে অযোধ্যায় কার্যত অকাল দিওয়ালির ছটা। নেতা-মন্ত্রী আমলা থেকে শুরু করে ভিভিআইপি, হাইপ্রোফাইল তারকারা উপস্থিত ছিলেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। অবশেষে 'অভিজিৎ মুহুর্তে' প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। 

রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরী যেন চাঁদের হাট। রবিবার থেকেই অযোধ্যায় বি-টাউনের সেলেবদের ভিড়। এদিন সকাল সকাল রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের আগে অযোধ্যা এসে পৌঁছন বলিউডের আমন্ত্রিত অভিনেতা-অভিনেত্রীরা। সকালেই অযোধ্যায় এসে পৌঁছন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সোনালি রঙের ফয়েলের শাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে। ভিকি পরনে ছিল সাদা রঙের কুর্তা। উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। সাদা ধুতি-পাঞ্জাবীতে দেখা যায় রণবীরকে। সবুজ রঙের শাড়ি পড়েছিলেন আলিয়া।

ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতও এসেছেন অযোধ্যায়। তাঁর সঙ্গে এসেছেন স্বামী ডঃ রাম নেনেও। এছাড়াও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের নক্ষত্ররাও। উপস্থিত ছিলেন শচীন তেন্ডুলকর। শুধু তাই নয়, আমন্ত্রিতদের তালিকায় ছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর পরিবার।