৮০-তে বলিউডের বিগ-বি, ফিরে দেখা কিছু তাঁর অজানা স্মৃতি

আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সী নায়কেরা।

৮০-তে বলিউডের বিগ-বি, ফিরে দেখা কিছু তাঁর অজানা স্মৃতি

ট্রাইব টিভি ডিজিটাল: দেখতে দেখতে ৮০ ছুঁয়ে ফেললেন বলিউডের শাহেনশা। বি-টাউন আজও সবুজ তাঁকে ঘিরেই। আজ  শুভ জন্মদিন অমিতাভ বচ্চন। 'শাহেনশা', 'বিগ বি', কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। 

আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সী নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল 'ইনকিলাব' অর্থাৎ বিপ্লব।

পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। 'বচ্চন' ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ।

 বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।

সেই সময় ছেলের জন্য পৃথ্বিরীজ কপুরের দ্বারস্থ হন হরিবংশ। কিন্তু অমিতাভকে নিয়ে আগ্রহ দেখাননি পৃথ্বীরাজ। এর পর ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় 'ভুবন সোম' ছবিতে ধারাভাষ্যের সুযোগ পান। অভিনয় হিসেবে প্রথম সুযোগ 'সাত হিন্দুস্তানি' ছবিতে। 

পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অডিশনে অমিতাভের পরিচয় জেনে চমকে গিয়েছিলেন। হরিবংশের ছেলে বাড়ি থেকে পালিয়ে নির্ঘাত অডিশন দিতে এসেছেন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন সবকিছু জানেন বলে দাবি করেন অমিতাভ। তাতেও বিশ্বাস হয়নি আব্বাসের। হরিবংশের সঙ্গে কথা বলে তবেই আশ্বস্ত হন তিনি।

এর পর একে একে 'আনন্দ', 'পরওয়ানা', 'রেশমা অউর শেরা', 'গুড্ডি', 'বাওয়ার্চি' 'সংযোগ'-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্ত কেরিয়ারে পর ১২টি ছবি ফ্লপ করায় ব্যর্থ নায়কের তকমা সেঁটে যায় গায়ে। এর পর কার্যত ত্রাতা হয়ে এগিয়ে আসেন চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ।

 ১৯৯৬ সালে 'অমিতাভ বচ্চন কর্পোরেশ লিমিটেড' নামে নিজের সংস্থা শুরু করেন। বিনোদন জগতে নান পরিষেবা প্রদান থেকে অডিও ক্যাসেট, ভিডিও ডিস্ক, টেলিভিশন সফ্টওয়্যার, মার্কেটিং নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু তাতে কোটি কোটি টাকা ডুবে যায়। দেউলিয়া হয়ে যায় সংস্থা। তার জন্য নিজের বাড়িও বন্ধক রাখতে হয় অমিতাভকে। তাতেই ফের 'মহব্বতেঁ' ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন। হাতে পান ‘কউন বনেগা ক্রোড়পতি’। বাকিটা ইতিহাস। ‘কভি খুশি কভি গম’, ‘বাগবান’, 'অকস', 'আখেঁ', 'কাঁটে', 'চিনি কম', 'সরকার', একের পর এক ছবিতে মারকাটারি অভিনয়।

'পদ্মশ্রী', 'পদ্মভূষণ', 'পদ্ম বিভূষণ' সম্মান পেয়েছেন দেশে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'লিজিয়ঁ অফ অনার'ও রয়েছে ঝুলিতে। ২০০২ সালে নিজের আত্মজীবনী 'সোল কারি ফর ইউ অ্যান্ড মি-অ্যান এমপাওয়ারিং ফিলোজফি দ্যাট ক্যান এনরিচ ইওর লাইভ' লেখেন। তাঁর জীবন, কেরিয়ার নিয়ে সাতটি বই লেখা হয়েছে।