বিবস্ত্র করে ২ মহিলাকে হাঁটাল জনতা! মণিপুরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার হুঁঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিন্দনীয় ঘটনাটি ঘটেছে গত ৪ মে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে একদল ব্যক্তি জোর করে নগ্ন করে এবং ওই অবস্থায় রাস্তায় ঘোরায় বলে অভিযোগ...

বিবস্ত্র করে ২ মহিলাকে হাঁটাল জনতা! মণিপুরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার হুঁঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ২ মাসেরও বেশি সময় ধরে হিংসা বিধ্বস্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। কুকি জনগোষ্ঠীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এরই মধ্যে বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তার মধ্যে শারীরিক নিগ্রহ করা হচ্ছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tribe TV। 

সূত্রের খবর, গোটা ঘটনায় যৌন নিগ্রহের অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এক জনকে। দোষীদের দ্রুত গ্রেফতার করে চরম শাস্তির হুঁশিয়ারী দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী N.Biren Singh। এদিন এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি তাঁকে ও মুখ্যসচিবকে ফোন করেছিলেন। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। স্মৃতি ইরানিও টুইট করে জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

জানা গিয়েছে, নিন্দনীয় ঘটনাটি ঘটেছে গত ৪ মে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে একদল ব্যক্তি জোর করে নগ্ন করে এবং ওই অবস্থায় রাস্তায় ঘোরায়। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিগৃহীত দুই মহিলা কুকি সম্প্রদায়ের। ওই দুই মহিলা কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন। তবুও কেউ এগিয়ে আসেননি। যদিও পুলিশের দাবি, ঘটনাটি অন্য জেলায় ঘটেছে। এফআইআর দায়ের করা হয়েছে কাঙ্গপোকপি জেলা থেকে। ঘটনার প্রায় একমাস পর বুধবার অর্থাৎ গত ১৮ জুলাই বিষয়টি প্রকাশ্যে আসে। আর তারপরই নৃশংস এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সরব দেশের সব রাজনৈতিক মহল।