Dilip Mamata Controversy: মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্যে অবস্থানে অনড় দিলীপ ঘোষ, কমিশনে কড়া নালিশ তৃণমূলের

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে এবার লড়ছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। প্রচারের শুরুতেই তাঁর মন্তব্য ঘিরে বেড়েছে বিতর্ক। বিস্তারিত জানতে আরও পড়ুন...

Dilip Mamata Controversy:  মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্যে অবস্থানে অনড় দিলীপ ঘোষ, কমিশনে কড়া নালিশ তৃণমূলের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ১৯ এপ্রিল থেকে বাংলায় শুরু প্রথম পর্বের ভোটগ্রহণ। ভোটের বাজারে দেশজুড়ে জারি আদর্শ নির্বাচণী আচরণবিধি। আর সেসবের তোয়াক্কা না করতে লোকসভার মুখে মুখ্যমন্ত্রী Mamata Banerjee সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে এবার কমিশনের চিঠি দিয়ে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু সহ ১০ প্রতিনিধি।  

বুধবার নির্বাচন কমিশনের দফতরে এসে তৃণমূলের (TMC) প্রতিনিধিরা কমিশনারের কাছে BJP প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপে পাশাপাশি তাঁর প্রার্থী পদ বাতিলের আর্জি জানিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''উনি যে ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা চিঠিতেও বলেছি, আজও জানিয়েছি কমিশনকে। উনি একজন সিরিয়াল অফেন্ডার। বারবার এইভাবে আক্রমণ করছেন মহিলাদের। সামগ্রিকভাবে মহিলাদের আক্রমণ করছেন দিলীপ ঘোষ। নেত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।''  শুধু তাই নয় শাসক শিবিরের দাবি, দিলীপ ঘোষ যা বলছেন, তা আদর্শ আচরণবিধির পরিপন্থী নয়। এভাবে কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে সমালোচনা বা আক্রমণ করা যায় না। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-judge-questioned-the-CBI-investigation-method-in-the-bail-case-of-partha-chatterjee

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে এবার লড়ছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। প্রচারের শুরুতেই তাঁর মন্তব্য ঘিরে বেড়েছে বিতর্ক। যদিও তাঁর মন্তব্যের জন্য দিলীপ ঘোষ ক্ষমা চাইলেও অবস্থান থেকে সরতে নারাজ বিজেপির এই প্রার্থী। তবে দিলীপের এই মন্তব্য নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন,  ''উনি (Dilip Ghosh) মুখ ফসকে কথা বলার ক্ষেত্রে তৃণমূলের থেকে দেড় কিলোমিটার পিছিয়ে আছেন। অভিষেকও (Abhishek Banerjee) তো বলেছিলেন, যদি এক বাপের ব্যাটা হও। সেটা কুকথা নয়? দিলীপদাকে সেই পর্যায়ে পৌঁছতে হলে আরও পরিশ্রম করতে হবে।''