Mamata vs Modi Controversy: ''আয়ে হো তো বাতাকে যাও'', মোদির বঙ্গ সফরকে কটাক্ষ তৃৃণমূলের

১৩ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে পারে। তার আগে শুক্রবার হুগলির আরামবাগে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন তিনি। জানুন বিস্তারিত...

Mamata vs Modi Controversy: ''আয়ে হো তো বাতাকে যাও'', মোদির বঙ্গ সফরকে কটাক্ষ তৃৃণমূলের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: “আয়ে হো তো বাতাকে যাও।” বাংলায় মানে করলে দাঁড়ায় “এসেছেন যখন, তখন বলে যান।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বাংলায় পা রাখার আগেই এই দাবিতেই সোচ্চার হল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার মোদিকে ট্যাগ করেছে তৃণমূল।

সূত্রের খবর, ১৩ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে পারে। তার আগে শুক্রবার হুগলির আরামবাগে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন তিনি। শুক্রবার এর পর শনিবার কৃষ্ণনগরে সভা রয়েছে প্রধানমন্ত্রীর।  এদিকে, মোদীর সফরকে কটাক্ষ করা হল তৃণমূলের তরফে। প্রধানমন্ত্রীকে 'পরিযায়ী পাখি'বলে কটাক্ষ করেছে তারা।

এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, পরিযায়ী পাখি ফিরে এসেছে। তবে শুধু দলের তরফেই নয়, তৃণমূলের নেতানেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর দিকে। ১০০ দিনের কাজের টাকা, রাজ্যের বকেয়া টাকা মেটানো, মূল্যবৃদ্ধি-সহ নানা ইস্যুতে প্রশ্ন তোলা হচ্ছে রাজ্যের শাসকদলের তরফে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/ISL-Durbey-reschedule-due-to-tmc-brigade-campaign-on-10-march

অন্যদিকে, লোকসভা ভোটের আগে আগামী ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট জনসভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্টোক শাসকদলের। বাংলার প্রতি কেন্দ্রের 'বঞ্চনার' প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে শাসক দল। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা-সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশে। ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: https://www.tribetv.in/sheikh-shahjahan-arrested-by-west-bengal-police-from-sandeshkhali-areas

বাংলা ও বাঙালি আবেগ হাতিয়ার করে মাঠে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তিপ্রদর্শন তৃণমূল কংগ্রেসের। আগামী ৬ মার্চ ফের কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে এসে সন্দেশখালি ইস্যুকে তুরুপের তাস করবেন প্রধানমন্ত্রী। তারই জবাব দেবে তৃণমূল কংগ্রেস। গত ২৫ ফেব্রুয়ারি এই ব্রিগেড সমাবেশ কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সমাবেশ থেকে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চওড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।