Arvind Kejriwal: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, ভোটের আগে ধোঁয়াশায় কেজরির ভবিষ্যৎ

আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পর আরও এক বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। বিস্তারিত জানুন...

Arvind Kejriwal:  ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, ভোটের আগে ধোঁয়াশায় কেজরির ভবিষ্যৎ
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল:  সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার অরবিন্দ কেজরিওয়ালের। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে আম আদমি পার্টি। এবার শুনানির আগেই আবেদন প্রত্যাহার করল আপ সুপ্রিমো। ৯ বার সমন এড়িয়েও হল না লাভ। বৃহস্পতিবার সকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাতেই গ্রেফতার।

আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পর আরও এক বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। আজ অরবিন্দ কেজরিওয়ালকে তোলা হবে পিএমএলএ আদালতে। গতকাল রাতেই ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আম আদমি পার্টি। যে মামলার শুনানি আজই নিম্ন আদালতে হওয়ার কথা ছিল। তার আগেই আবেদন প্রত্যাহার করল আপ সুপ্রিমো। 

আরও পড়ুন: https://www.tribetv.in/ISF-declear-the-candidate-name-of-upcoming-poll-2024

২০১২ সাল থেকেই আপ-এর সর্বেসর্বা অরবিন্দ কেজরিওয়াল। ভোট প্রচারের তিনিই প্রধান মুখ। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরই সরকার ও দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। কীভাবে সরকার চলবে, তা নিয়ে জোর জল্পনা। কোনও সদুত্তর মেলেনি দলের তরফ থেকেও। তবে গ্রেফতারির পর আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। জেল থেকেই সরকার চালাবেন তিনি। 

https://x.com/ANI/status/1771121463258501629?s=20

লোকসভার মুখেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত জাতীয় রাজনীতি। দফায় দফায় বিক্ষোভে শামিল আম আদমি পার্টির কর্মী, সমর্থকেরা। গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে তাঁর বাড়ির সামনেই আন্দোলনে বসে আপ কর্মী, সমর্থকেরা। মাস ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী-হীন থাকতে পারে না দেশের রাজধানী। তাই কেজরিওয়ালের বিকল্প খুঁজতে শুরু করেছে আপ।