Sandeshkhali Chaos: শর্তসাপেক্ষে শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি আদালতের, ১৪৪ ধারায় স্থগিতাদেশ

শুভেন্দু আধিকারিকে সন্দেশখালির জেলিয়াখালির হালদারপাড়ায় যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। বিস্তারিত জানুন...

Sandeshkhali Chaos: শর্তসাপেক্ষে শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি আদালতের, ১৪৪ ধারায় স্থগিতাদেশ
শুভেন্দু অধিকারী (ফাইল চিত্র)।।

ট্রাইব টিভি ডিজিটাল: আগামীকাল অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারিকে সন্দেশখালির জেলিয়াখালির হালদারপাড়ায় যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। জেলিয়খালিতে ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দু'দফায় যে ১৪৪ ধারা জারি করা হয়েছে তা যথাযথ নিয়ম মেনে কর হয়নি। অনুরাধা ভাসিনের মামলার নির্দেশে সেই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক চন্দের। গত ২০ তারিখ সন্দেশখালিতে গিয়ে শুভেন্দু অধিকারী কী আইন ভেঙেছিলেন, তা বিস্তারে জানিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতির।

বিচারপতি কৌশিক চন্দর মন্তব্য : এটা বাস্তব যে এসি  ঘরে বসে গ্রাউন্ড রিয়ালিটি বোঝা বিচারপতির পক্ষে সম্ভব নয়। পাশাপাশি ১৪৪ ধারা জারি করার ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত যুক্তিও থাকা প্রয়োজন। গত ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে সন্দেশখালি গিয়েছিলেন শুভেন্দু। সেই শর্ত মেনেই জেলিয়াখালি যেতে হবে তাঁকে। এই মর্মে শুভেন্দুকে আন্ডারটেকিং দিতে হবে পুলিসের কাছে।

আরও পড়ুন: https://www.tribetv.in/calcutta-high-court-ordered-Shahjahan-to-be-arrested-by-ED-CBI-or-police-as-soon-as-possible

এদিন শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি সন্দেশখালিতে গিয়ে নিয়ম ভেঙেছিলেন শুভেন্দু অধিকারী। তাই এবার সন্দেশখালি গিয়ে তিনি যাতে আদালতের নির্দেশের কোনও সুবিধা না নেন।তা কথা শুনে বিচারপতি কৌশিক চন্দ রাজ্যকে আগামী এক সপ্তাহের মধ্যে গত ২০ তারিখ শুভেন্দু অধিকারী সন্দেশখালি গিয়ে কী আইন ভঙ্গ করেছিলেন, সেই নিয়ে বিস্তারে জানিয়ে একটি এফিডেফিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-high-court-reject-the-bail-plea-of-narendrapur-school-head-master

এদিন শুনানিতে বিচারপতি রাজ্যের এজির কাছে জানতে চান যে জেলিয়াখালির হালদারপাড়ায় ১৪৪ ধারা আর জারি আছে কিনা।
তার উত্তরে রাজ্য জানায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে 144 ধারা ছিল সেটা বাড়ানো হয়েছে কিনা সেটা জানতে হবে। মনে হয় নতুন করে আর হালদার পাড়ায় ১৪৪ ধারা নেই।তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান একটি মামলায় সুপ্রিম কোর্টে অনুরাধা ভাসিন মামলার রায়ে জানিয়েছে, জেলিয়াখালিতে ১৪৪ ধারা জারিতে যথাযথ নিয়ম মানা হয়নি। তারপরই বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আগামীকাল অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্দেশখালির জেলিয়াখালির হালদারপাড়ায় পূর্বে আদালতের দেওয়া শর্ত মেনে যাওয়ার অনুমতি দেন।