ICC WC 2023: খেলার মাঠে হামাস-ইজরায়েল দ্বন্ধ, প্যালেস্টাইনের জার্সি গায়ে বিরাটকে জড়িয়ে ধরলেন যুবক

ফাইনাল ম্যাচ দেখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের পাশাপাশি প্রচুর ভিআইপি দর্শক আসনে উপস্থিত থাকবেন। তার মধ্যেই এমন অঘটনে প্রশ্ন উঠছে গুজরাত প্রশাসনের নিরাপত্তা নিয়ে!

ICC WC 2023:  খেলার মাঠে হামাস-ইজরায়েল দ্বন্ধ,  প্যালেস্টাইনের জার্সি গায়ে বিরাটকে জড়িয়ে ধরলেন যুবক

রিমিক মাঝি, আহমেদাবাদ: ইডেন গার্ডেনসের (Eden Gardens) পর এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও (Narendra Modi Stadium) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়লে সমর্থক (ICC WC 23)। ৩ উইকেট হারিয়ে তখন উইকেটে ব্যাট করছেন বিরাট কোহলি ও কেএল রাহুল (Virat Kohli)। ম্যাচের বয়স ১৪ ওভার। বল করছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। তখনই প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। নিরাপত্তা রক্ষীরা কিছু বোঝার আগেই মাঠে ঢুকে সে সোজা চলে আসে বিরাট কোহলির কাছে। তার সাদা গেঞ্জিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’।

যার অর্থ, প্যালেস্তাইনে (Palastine) বোমা ফেলা বন্ধ করো। তারপর ওই যুবক সটান বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। স্বভাবতই আকস্মিক এই ঘটনায় কিছুটা কোহলিও (Virat Kohli) অপ্রস্তুত হয়ে ওই দর্শককে তাঁর কাছ থেকে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে আটক করে সরিয়ে নিয়ে যায়। গোটা ঘটনাটাই দর্শকাসনে বসে দেখেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং তাঁর পুত্র তথা বোর্ড সভাপতি জয় শাহ (Joy Shah)। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে দর্শক মাঠে ঢুকে পড়ায় আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এদিনের এই ফাইনাল ম্যাচ দেখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের পাশাপাশি প্রচুর ভিআইপি দর্শক আসনে উপস্থিত থাকবেন। সেখানে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিসিসিআই সচিবের ঘরের মাঠের নিরাপত্তার এই গাফিলতিতে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেল গুজরাত প্রশাসন (Gujrat)। গত ১৬ তারিখ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (SA vs Aus) ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়েছিলেন। এবার বিশ্বকাপ ফাইনালেও আহমেদাবাদে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ও মাঠে ঢুকে পড়ল দর্শক (ICC World Cup 2023)।