Panchayet Election 2023: মনোনয়নের দ্বিতীয় দফাতেই অশান্তি, রণক্ষেত্র ডোমকল

মনোনয়ন জমা  দেওয়া নিয়ে শনিবার সকালে উত্তেজনা ছড়ায় আসানসোলের বারাবনিতে। সিপিএম, বিজেপির মনোনয়ন জমা দেওয়া ঘিরে অশান্তির অভিযোগ ওঠে শাসক শিবিরের বিরুদ্ধে।

Panchayet Election 2023: মনোনয়নের দ্বিতীয় দফাতেই অশান্তি, রণক্ষেত্র ডোমকল
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় অশান্তি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তিতে উত্তেজনা ছড়াল Murshidabad-এর ডোমকলে। শনিবার সকালে বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। অভিযোগ, বাম ও কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, একদল মদ্যপ যুবক BDO অফিস চত্বরে হল্লা করায় ডোমকলের এস ডি পি ও শেখ সামসুদ্দীন ও আই সি জ্যোতির্ময় বাগচীর নেতৃত্বে পুলিশ বাহিনী এসে ব্যাপক লাঠি চার্জ করে সরিয়ে দেয় তাদের। অভিযোগ বিরোধীদের ভয় পাওয়াতে হল্লা করা হচ্ছে।
 নিজেদের মধ্যেই একজনকে মারধর করার অভিনয় করে সন্ত্রস্ত করা হচ্ছে বিরোধিদের।

এদিকে মনোনয়ন জমা  দেওয়া নিয়ে শনিবার সকালে উত্তেজনা ছড়ায় আসানসোলের বারাবনিতে। সিপিএম, বিজেপির মনোনয়ন জমা দেওয়া ঘিরে অশান্তির অভিযোগ ওঠে শাসক শিবিরের বিরুদ্ধে। শুধু তাই নয়, বারাবনিতে TMC-BJP এর সংঘর্ষে ব্যাপক অশান্তি ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। 

মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিসে। বিজেপির অভিযোগ, এদিন বিষ্ণুপুর ব্লক অফিসে মনোনয়ন দিতে যাচ্ছিলেন বিজেপির প্রার্থীরা। সেই সময় পুলিশের সামনে লাঠিসোটা নিয়ে তৃণমূলের দূষ্কৃতীরা বিজেপিকে বাধা দেয়। আরও অভিযোগ, এক বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। মনোনয়ন করতে না পেরে বিজেপির কর্মীরা বিষ্ণুপুর মহকুমাশাসকের করনে এসে বিক্ষোভে ফেটে পড়েন। 

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের জন্য শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। নির্বাচনী প্রক্রিয়ায় দ্বিতীয় দিনেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর অন্তরদীপা গ্রামে। ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। গ্রামীন এলাকার মধ্যে পুকুর পাড় থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে সামশেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ হচ্ছিল। সেসময় রাস্তার পাশে থাকে একটি সিঁড়ি ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে শুরু ইট ছোড়াছুড়ি। গন্ডগোলে জখম হন তিন ব্যক্তি। জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, গন্ডগোলের এক পর্যায়ে অলিউল এবং সেনারুল নামে দুই ব্যক্তি বোমা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। তখনই বোমা রেখে পালায় অভিযুক্তরা। বোমা ঘিরে রাখে পুলিশ। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।