Panchayat Vote 2023: 'আসামী ধরা হচ্ছে না', রাজ্যপালকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন নিহতদের পরিবার

শুক্রবার মুর্শিদাবাদ আসেন রাজ্যপাল সিভি আন্দন বোস। ভোটের আগের দিন জেলা সফরে তিনি প্রথমে যান নবগ্রামে নিহত তৃণমূল কর্মীর বাড়ি...

Panchayat Vote 2023: 'আসামী ধরা হচ্ছে না', রাজ্যপালকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন নিহতদের পরিবার
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা রাজ্যপালের (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার আগে খুনের রাজনীতিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। শুক্রবার রাজ্যপাল বোসের সফরের মধ্যেই রানিনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। এদিন নবগ্রাম ও খড়গ্রামে নিহত তৃণমূল (TMC) এবং কংগ্রেস কর্মীর বাড়িতে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল C.V Anand Bose। 

এদিন সকালে রাজ্যপালকে সামনে পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ''আসামী ধরা হচ্ছে না। আমাদের রাতে মারতে আসছে ওরা।  কাজ করছে না প্রশাসন। শুক্রবার রাজ্যপালের মুখোমুখি হয়ে ঠিক এ ভাষাতেই অভিযোগ জানান খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের স্ত্রী এসমিনা খাতুন।
 
এসমিনা আরও জানান, ভয় দেখাচ্ছে তৃণমূল। হুমকি দেওয়া হচ্ছে ফের হামলার। শুক্রবার সকালে মুর্শিদাবাদ আসেন রাজ্যপাল সিভি আন্দন বোস। ভোটের আগের দিন জেলা সফরে তিনি প্রথমে যান নবগ্রামে নিহত তৃণমূল কর্মী মোজাম্মেল শেখের বাড়ি। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস (Congress) কর্মী  ফুলচাঁদ শেখের বাড়িতে যান রাজ্যপাল। সেখানে গিয়ে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

মনোনয়ন পর্বের প্রথম দিন অর্থাৎ গত ৯ জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন  রাজ্যপালকে সামনে পেয়ে বিচারের দাবি জানান নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। রাজ্যপালের সামনে নিরাপত্তাহীনতায় ভোগার কথাও তুলে ধরেন তাঁরা। শুধু তাই নয়, CBI তদন্তের আর্জি জানান ফুলচাঁদ শেখের স্ত্রী এসমিনা খাতুন। ফুলচাঁদ শেখের দাদা বাণি ইসরাইলের দাবি, হুমকি দিচ্ছে তৃণমূল। ভোট দিতে গেলে অশান্তি হবে বলে ভয় দেখাচ্ছে। এছাড়াও  রাজ্যপাল এদিন ভোট হিংসায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।