Mamata Banerjee News: পাখির চোখ লোকসভা, চা শ্রমিকদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা মমতার

আবাস যোজনা, ১০০ দিনের বকেয়া বঞ্চনা, স্বাস্থ্যখাতে বকেয়া আটকে থাকা প্রাপ্য আদায় করতে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি যাচ্ছেন। বিস্তারিত জানুন...

Mamata Banerjee News: পাখির চোখ লোকসভা,  চা শ্রমিকদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পাখির চোখ ২০২৪। আসন্ন লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীকে দু'হাত ভরে উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। শনিবার ডুয়ার্সে জনসংযোগ করেন তিনি। সম্প্রতি চা বাগানে গিয়ে চা পাতা তুলতেও দেখা যায় তাঁকে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই জনমুখী প্রকল্প নিতান্তই উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে পৌঁছন মমতা। ছোট-ছোট শিশুদের হাতে গাছ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ টি প্রকল্পের উদ্ধোধন এবং ৭৭ টি প্রকল্পের শিলান্যাস করছেন তিনি।আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ৩১ টি প্রকল্পের অধীনে ৩৯ জনকে পরিষেবা দান করেন। চা শ্রমিকদের পাট্টা বিলি করেন তিনি।

এদিকে রবিবার আলিপুরদুয়ার সফরে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন তিনি। সঙ্গে জানান, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। এমনকী, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, '' আলিপুরদুয়ারে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে।''  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টা ও আর্থিক সাহায্য দেওয়া হবে। 

অন্যদিকে, বকেয়া বঞ্চনা নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর দিল্লিতে থাকবেন তিনি। সূত্রের খবর, চলতি সফরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে মোদিকে কড়া চিঠিও পাঠিয়েছেন তিনি। জানা গিয়েছে, আর অপেক্ষা করতে রাজি নন মমতা। আবাস যোজনা, ১০০ দিনের বকেয়া বঞ্চনা, স্বাস্থ্যখাতে বকেয়া আটকে থাকা প্রাপ্য আদায় করতে এবার তিনি নিজেই দিল্লি যাচ্ছেন। ১৮-২০ ডিসেম্বর এই তিনদিন দিল্লিতে থাকবেন মমতা। আর এই তিনদিনের মধ্যে যে কোনও একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি একটি কড়া চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে (PMO)।

তাঁর সাফ দাবি, এই তিনদিনের মধ্যেই তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী। আর যদি দেখা না করেন প্রধানমন্ত্রী? এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফ দাবি, 'ওই তিনদিনের মধ্যে যে কোনও একদিন দেখা করার সময় চেয়েছি (Narendra Modi)। যদি সময় না দেন, তখন বুঝে নেব।' অর্থাৎ বার্তা স্পষ্ট, বকেয়া আদায় না হলে পুরোনো ঝাঁজেই ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী।