জোটের বৈঠকে নয়, এজেন্সির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে তাঁর কী সম্পর্ক? সুজয়কৃষ্ণকে তিনি কীভাবে চিনতেন? অভিষেকের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কী যোগ রয়েছে? এই সব প্রশ্নমালা নিয়ে তৈরি ED... বিস্তারিত জানুন

জোটের বৈঠকে নয়, এজেন্সির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ED তলবে সাড়া দিয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের মাত্র দু'মিনিট পর ১১টা ৩২ নাগাদ সল্টলেকে কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছান TMC-এর সেকেন্ড ইন কম্যান্ড Abhishek Banerjee। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে তাঁর কী সম্পর্ক? সুজয়কৃষ্ণকে তিনি কীভাবে চিনতেন? অভিষেকের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কী যোগ রয়েছে? সেই সব তথ্য জানতে আজ অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন দুঁদে গোয়েন্দারা। এদিন সকালবেলা প্রশ্নমালা সাজিয়ে তৈরি ED-ও। 

এদিকে তাঁর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সে ব্যাপারেই আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অভিষেক। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। আবেদন শোনার পর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের। শুনানির সময় গ্রেফতারি নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকার আশ্বাস দিয়েছেন ইডি-র কৌঁসুলিও। 

ইডি সূত্রে খবর, আজ অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী অফিসার-সহ আরও চার জন অফিসার থাকছেন। এদিন অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে। আর সেই কারণেই বুধবার সকাল থেকে অভিষেকের বাড়ির সামনে আরও চারগুণ পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে। বাড়ির সামনে ১০০ মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যদিও এটি হাই সিকিউরিটি জোন ফলে সারাবছরই পুলিশের তরফে নিরাপত্তা থাকেই। গতকালই অভিষেকের নিরাপত্তারক্ষীরা সিজিও কমপ্লেক্সের চারপাশে চত্বর ঘুরে দেখেন। অর্থাৎ তলবের আগের দিন সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা খতিয়ে দেখেন অভিষেক বন্দোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকরা। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না।

প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে আদালতে ইডির আইনজীবী জানিয়ে দেন, অভিষেককে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কোনও সম্ভাবনা নেই। ইডির আইনজীবী বলেন, 'সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সমন করা হয়েছে। ওরা নিজেরাই ভেবে নিচ্ছে গ্রেফতার করা হবে'। এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্ট অভিষেককে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তাঁর। কারণ, ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।