ভারত বনাম বাংলাদেশ: দুই দেশের সৌহার্দ্য বাড়াতে আয়োজিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা

বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় ভ্রাতৃত্বের মেলবন্ধনের এই ফুটবল খেলাটি। দুই দেশের প্রাক্তন ফুটবলারদের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বহু সংখ্যক দর্শক। 

ভারত বনাম বাংলাদেশ:  দুই দেশের সৌহার্দ্য বাড়াতে আয়োজিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা

ট্রাইব টিভি ডিজিটাল: দুই বাংলার ভাষা এক, নদী এক, বৈচিত্র এক।  শুধু দেশ দুটি আলাদা মানচিত্রে। তাই সেই দুরত্বকে কমাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে আয়োজন করা হয় একটি ফুটবল প্রতিযোগিতা। 

দুই দেশের প্রাক্তন বেশ কিছু ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় কোন্ননগরের জোড়া পুকুর মাঠে বুধবার বিকেলে সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতা। 

বুধবার বিকেলে কোন্নগরে ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন করা হয় এ সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতার। খেলার শুরুতে বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। দুই দেশের জাতীয় সংগীতেই গলা মিলাতে দেখা যায় দুই দেশের খেলোয়াড় ও সেখানকার স্থানীয় মানুষদের। 

এক কথায় বলা চলে সম্প্রীতির এক অনন্য নিদর্শন বুধবার বিকেলে কোন্নগরের মানুষজন উপভোগ করেন। খেলার শুরুতে দুই দলের খেলোয়ারদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের নিদর্শন রাখেন স্থানীয় মানুষরা। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় ভ্রাতৃত্বের মেলবন্ধনের এই ফুটবল খেলাটি। দুই দেশের প্রাক্তন ফুটবলারদের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বহু সংখ্যক দর্শক। 

ফুটবল খেলা উপলক্ষে কোন্ননগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস জানান, এই ধরনের ভ্রাতৃত্বের বার্তা যত এগোবে আগামী দিনে দুই দেশের মধ্যে দূরত্ব কমে আসবে। তিনি আরও জানান, দুই বাংলার মধ্যে মিল রয়েছে সবকিছুরই। দুই দেশের বৈচিত্র এক ভাষা এক খালি দূরত্বটা কাঁটা তারের। এই ফুটবল খেলার মাধ্যমে সেই দূরত্বের অবসান ঘটানোরই একটি স্বল্প প্রচেষ্টা।