শ্যুটিংয়ে সোনাঝরা দিন ভারতের , এশিয়ান গেমসের চতুর্থ দিনে পঞ্চম সোনা জয়

বুধে ভারতের ডাবল খুশির দিন। ১৯তম এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন ভারতের শুটার সিফট কাউর সমরা। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী।

শ্যুটিংয়ে সোনাঝরা দিন ভারতের , এশিয়ান গেমসের চতুর্থ দিনে পঞ্চম সোনা জয়
সোনার মেডেল হাতে ভারতীয় শ্যুটাররা (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: এশিয়ান গেমসে ভারতের ফের সোনা জয়। শ্যুটিংয়ে গর্বের দিন ভারতের। মহিলাদের ২৫ মিটার দলগত পিস্তল ইভেন্টে সোনা জিতল ভারত। এশিয়ান গেমসের চতুর্থ দিনে চতুর্থ সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে সোনা জয় মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ানের। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। এশিয়ান গেমসে সোনাঝরা দিন ভারতের। শুটিং থেকে এল দ্বিতীয় সোনা। সবমিলিয়ে এশিয়ান গেমসের চতুর্থ দিনে চতুর্থ সোনা জয় ভারতের।

বুধে ভারতের ডাবল খুশির দিন। ১৯তম এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন ভারতের শুটার সিফট কাউর সমরা। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। এই নিয়ে এশিয়ান গেমসে পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। চোকসি একটু জন্য সিলভার পদক পেলেন না। সব মিলিয়ে এশিয়ান গেমসে পদক জয়ের ঝুলি ক্রমশ ভারী হচ্ছে ভারতের। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করায় প্রতিযোগীদের টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী Narendra Modi এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী Anurag Thakur। 

জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই দাপট দেখাচ্ছেন ভারতীয় শুটাররা। আরও দু'টি পদক এল শুটিংয়ে। এ বার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। সেই একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। রুপো জেতার সুযোগ ছিল আশির। শেষ শট খারাপ মারায় ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত।