Suvendu Adhikari: বিধানসভায় গঙ্গাজল শুদ্ধিকরণ শুভেন্দুদের

রাজ্যের শাসক দল গত কয়েকদিন বঞ্চনার প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করেছে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে। এবার ওই ধর্নাস্থল এবং মূর্তি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি পালন করে গেরুয়া শিবির।

Suvendu Adhikari: বিধানসভায় গঙ্গাজল শুদ্ধিকরণ শুভেন্দুদের
আম্বেদকরের মূর্তির পাদদেশে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ

ট্রাইব টিভি ডিজটাল: রাজনীতিতেও শুদ্ধিকরণ। সাম্প্রতিক সময়ে রাজনীতির সঙ্গে গঙ্গাজলের অন্তরঙ্গ সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। অতীতে ত্রিপুরা থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিষয়ে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল। এবার বিধানসভাতেও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের সাক্ষী থাকল বাংলা। শুক্রবার বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করল বঙ্গ BJP।

শুক্রবার বিধানসভায় দেখা যায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাবুঘাট থেকে ঘটে করে মাথায় গঙ্গাজল এনে আম্বেদকরের মূর্তির পাদদেশ ধুয়ে দেন বিজেপি বিধায়করা। বুধবার বিধানসভায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে ধর্না দিয়েছিলেন সেই সভাস্থল গঙ্গাজল দিয়ে ধুয়ে সাফ করে BJP।  

এদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল গত কয়েকদিন বঞ্চনার প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করেছে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে। এবার ওই ধর্নাস্থল এবং মূর্তি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। শুক্রবার দেখা যায়, শুভেন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের বিধায়করা মাথায় কলসিতে গঙ্গাজল নিয়ে বিধানসভা চত্বরে আসেন। অন্যদিকে তৃণমূলের ধর্নার মাঝে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১৮ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, আগামী সোমবার পাঁচ বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে। এখন দেখার বিধানসভা চত্বরে BJP-র শুদ্ধিকরণ অভিযানের জল কতদূর গড়ায়।