বাড়ি বাড়ি কল থাকলেও অমিল জল

কল আছে, তবুও জলকষ্টে ভুগছেন বাসিন্দারা।বাড়ি বাড়ি পৌরসভার পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে গোড়া থেকেই জল পড়েনা

কল আছে, তবুও জলকষ্টে ভুগছেন বাসিন্দারা।বাড়ি বাড়ি পৌরসভার পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে গোড়া থেকেই জল পড়েনা,অপরদিকে পৌরসভার ট্যাপগুলিতেও পর্যাপ্ত জল না পড়ায় পানীয় জলের সমস্যায় ভুগছে   গ্রামের বাসিন্দা থেকে শুরু করে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ও।পৌরসভার পাঠানো জলের ট্যাঙ্কই একমাত্র ভরসা চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা থেকে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের।