গন্তব্যে যাওয়ার আগেই বেলাইন মালগাড়ি, ব্যাহত রেল পরিষেবা

একটি পণ্যবাহী মালগাড়ির আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে দিল্লি-রোহতক রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে।

গন্তব্যে যাওয়ার আগেই বেলাইন মালগাড়ি, ব্যাহত রেল পরিষেবা

ট্রাইব টিভি ডিজিটাল: ফের ট্রেন বিপত্তি। বেলাইন হয়ে গেল মালগাড়ি। ঘটনার জেরে থমকে গিয়েছে দিল্লি-রোহতক রুটের ট্রেন চলাচল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে, খারওয়ার রেলওয়ে স্টেশনের কাছে।

জানা গিয়েছে, একটি পণ্যবাহী মালগাড়ির আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে দিল্লি-রোহতক রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য। এই বিষয়ে রেল পুলিশের সাব-ইন্সপেক্টর মনোজ কুমার বলেন, ''পণ্যবাহী ঐ ট্রেনটি দিল্লির শাকুর বস্তি থেকে রোহতক হয়ে সুরতগড়ের দিকে যাচ্ছিল। গাড়িটিতে কয়লা বোঝাই ছিল। এই ঘটনায় সাতটি ওয়াগন লাইনচ্যুত হয় যার। যারফলে ওই রুটে সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে''। 

এদিকে, মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের শীর্ষ আধিকারিকরা। এবং দুর্ঘটনার কারণ জানতে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। যদিও মালগাড়ি হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এছাড়াও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। 

রবিবার বিকেলেই এক টুইট বার্তায় উত্তর পূর্ব রেলওয়ের তরফে বলা হয়েছে, "উত্তর রেলওয়ের দিল্লি রুটের খারাবাদ স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে গিয়েছে। যার কারণে রেল চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।'' ট্রেন নম্বর 12482, শ্রী গঙ্গানগর-দিল্লি রেল পরিষেবা, 7.8.22 তারিখে রোহতক পর্যন্ত চলবে। অর্থাৎ, এই ট্রেন পরিষেবাটি রোহতক-দিল্লির মধ্যে আংশিকভাবে বাতিল করা হবে। এছাড়াও ট্রেন নম্বর 14732, বাটিন্ডা-দিল্লি ট্রেন রোহতক পর্যন্ত চলবে। এর বাইরেও বেশকিছু ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে।