জমি জবর দখলের চেষ্টা, দু'পক্ষের সংঘর্ষে জখম ৬

পুলিশি অভিযানে পাচার হবার আগে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম তালতলা এলাকার ঘটনা।

জমি জবর দখলের চেষ্টা, দু'পক্ষের সংঘর্ষে জখম ৬

ট্রাইব টিভি ডিজিটাল: জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ৬ জন। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের বিজলি গ্রামে। গোটা ঘটনায় আহত ৬ জন বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গিয়েছে, মুজিবুর রহমান নামের এক ব্যক্তি দুই দাগে আট শতক করে মোট ১৬ শতক জায়গা কেনেন। সেই জায়গা দখল নিতে গেলে অভিযুক্ত মুখলেসুর রহমান সাদিকুল শেখ শফিক শেখের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন লাঠি হাসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় আবু তাহের, মজিবুর রহমান সহ মোট ছয় জন আহত হয়। দুই মহিলাকে রতুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় দুই ভাইকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় উভয় পক্ষের তরফ থেকেই রতুয়া থানায় অভিযোগ জানানো হয় বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। 

অন্যদিকে, পুলিশি অভিযানে পাচার হবার আগে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম তালতলা এলাকার ঘটনা। ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজাউল শেখ ও সুখেন্দর আলী মোল্লা নামে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রথম জনের বাড়ি মালদহ জেলার মঙ্গলবাড়ী ও দ্বিতীয় জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায়। 

জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে এদিন তালতলা এলাকায় পুলিশ গোপনে অভিযান চালায়। সেই সময় মালদহ থেকে এই বালুরঘাটের দিক থেকে আসা একটি বাস থেকে রেজাউল শেখ নামেন। সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সুখেন্দর আলী মোল্লার মোটর বাইকের চেপে কুমারগঞ্জের উদ্দেশ্যে যাবার সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশের দাবি উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।