পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

বেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তর্ক-বিতর্কে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এমনকি অব্যাহত রয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। শনিবার রাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।  

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সিরাজুল শেখ। বাড়ি বেলডাঙ্গা থানার সুজাপুর। তার কাছ থেকে একটি মাস্কেট, দুটি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার রাতে বেলডাঙ্গা থানার দয়ানগর এলাকায় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে একটি মাস্কেট ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

বেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এদিকে ধৃতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার বাড়িতেও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। শনিবার রাতেই ধৃতের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে আরও দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, শনিবার রাতে কাশীপুর থানার উত্তর স্বরূপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পাঁচটি বন্ধুক সহ তিনটি কার্তুজ উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বড়সড় সাফল্য পুলিশের

অস্ত্র উদ্ধারের পাশাপাশি আশিক আগার গাজী নামে এক আগ্নেয়াস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য ধৃত ব্যক্তি ওই এলাকায় এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনও অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।