সপ্তাহান্তে ছুটি , আদর্শ গন্তব্য ম্যাসাঞ্জোর

সপ্তাহান্তে দু'টো দিন ছুটি কাটানোর আদর্শ জায়গা ম্যাসাঞ্জোর।

সপ্তাহান্তে ছুটি , আদর্শ গন্তব্য ম্যাসাঞ্জোর

ময়ূরাক্ষী নদীর কোলে বেড়ানোর এক অপূর্ব জায়গা ম্যাসাঞ্জোর।প্রকৃতির সবুজ মেখে ম্যাসাঞ্জোর রয়েছে আপনারই প্রতিক্ষায়। কোলাহল-মুক্ত এক আদিবাসী জনপদ। কাছেই অপূর্ব বেড়ানোর জায়গা দুমকা। আধঘন্টায় গাড়িতে ঘুরে আসতে পারেন দুমকার কুরুয়া পাহাড়।

বীরভূমের অধিকাংশ মানুষ বনভোজনের সময় ছুটে যান এই ম্যাসাঞ্জোর ড্যামে। ড্যাম-এর অপরপ্রান্ত দিয়ে বা ইয়ুথ হোস্টেলের পাস দিয়ে নেমে আসুন।  নদীর জলে পা ডুবিয়ে বসে থাকলে নদীর ছোট ছোট মাছ গুলো আপনার 'ফুট স্পা' করে দেবে ফ্রি-তে। পাশে বোটিং- এরও ব্যবস্থা আছে। মেসেঞ্জার এর রূপ-রস-গন্ধ গায়ে মাখতে অন্তত একরাত এখানে কাটানো উচিত।

হাওড়া থেকে সিউড়ি গামী 'হুল এক্সপ্রেস' এ সিউড়ি নেমে সেখান থেকে টোটো ধরে সিউড়ি বাসস্ট্যান্ডে আসুন। দুমকা গামী বাসে মেসেঞ্জার পৌঁছতে সময় লাগবে এক থেকে দেড় ঘণ্টা।

কোথায় থাকবেন:-
1. পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর এর ইয়ুথ হোস্টেল: হিল্ টপ-এ অবস্থিত। অনলাইনে বুকিং করতে পারেন।

2.পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের বাংলো। বুকিং করতে যোগাযোগ করুন: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ময়ূরাক্ষী হেড কোয়ার্টার ডিভিশন, সিউড়ি, জেলা- বীরভূম অথবা ডেপুটি সেক্রেটারি, সেচ দফতর, জলসম্পদ বিকাশ ভবন, সল্ট লেক, কলকাতা- ৯১।