আরাবুল ইসলামের শান্তি মিছিলে 'না' পুলিশের

গত ২১ জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় তৃণমূল-আইএসফ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের উপর হামলা চালানোর অভিযোগ তোলে তৃণমূল।

আরাবুল ইসলামের শান্তি মিছিলে 'না' পুলিশের

ট্রাইব টিভি ডিজিটাল: ভাঙড়ের হাতিশালাতে বুধবার মিছিল করল না তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে অনুমতি না মেলায় মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  

পুলিশি অনুমতি ছাড়াই হাতিশালায় হবে তৃণমূলের শান্তি মিছিল। মঙ্গলবার দৃপ্ত কন্ঠে জানিয়েছিলেন ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর নরম। সাফ জানিয়ে দিলেন প্রশাসন অনুমতি না দেওয়ায় বুধবার শান্তি মিছিল করছে না তৃণমূল। এ দিন আরাবুল ইসলাম বলেন, ''আজকে অনুষ্ঠান হচ্ছে না। যেহেতু প্রশাসন অনুমতি দেয়নি সেই কারণে কর্মসূচি বাতিল করা হয়েছে। আমরা জোর করে কোনও কর্মসূচি করতে চাইনি। বরাবরই চেয়েছি রাজ্যে শান্তি বজায় থাকুক। পরবর্তীতে দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।''

 শনিবার অর্থাৎ ২১ জানুয়ারি পতাকা লাগানোকে কেন্দ্র করে  এই হাতিশালাতেই ব্যাপক সংঘর্ষ বাধে আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। আরাবুল বাহিনীর বিরুদ্ধে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির উপর হামলা চালানোর অভিযোগ তোলে আইএসএফ। অন্যদিকে আইএএসফের বিরুদ্ধে তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পাল্টা অভিযোগ তোলে ঘাসফুল শিবির। এরমধ্যে ভাঙড়কাণ্ডের প্রতিবাদে বুধবার হাতিশালায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার কথা ঘোষণা করেছিল ভাঙড় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আগামী ২৬ তারিখ পর্যন্ত হাতিশালা এলাকায় কোনও জমায়েত করতে পারবে না রাজনৈতিক দলগুলি এমনই নির্দেশিকা জারি করা হয়। 

গত ২১ জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় তৃণমূল-আইএসফ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের উপর হামলা চালানোর অভিযোগ তোলে তৃণমূল। এরই প্রতিবাদে বুধবার একটি মিছিলের ডাক দেন ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। অন্য দিকে ওই দিন একটি মিছিলের পরিকল্পনা করেছিল আইএসফ-ও। কিন্তু কোনও পক্ষই যাতে মিছিল না করতে পারে তার জন্য নিষেধাজ্ঞা জারি করে প্রসাশন। কিন্তু আরাবুল কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আইএসএফের হামলার প্রতিবাদে এলাকায় শান্তি মিছিল হবে। 

মানুষ ভুল বুঝছেন, তাঁদের জানাতে হবে আমরা ওঁদের পাশে আছি। কেউ যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে মিছিল করতে দেবে না, তা হবে না। পুলিশ অনুমিত দিক বা না দিক ভাঙড়ে তৃণমূলের মিছিল হবেই।' কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকায় মিছিল করার পরিকল্পনা করা হয়েছিল প্রথমে। পুলিশ অনুমতি না দেওয়ার তা সরিয়ে নিয়ে যাওয়া হয় পাকাপুল-গাছতলা এলাকায়। মঙ্গলবার রাতেও মিছিলের করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন আরাবুল। কিন্তু দলের নির্দেশ আসায় মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাঙড় তৃণমূলের পক্ষ থেকে।