পুনরায় চালু হল পানীয় জলের 'ATM', স্বস্তিতে হাসপাতালের রোগী-পরিজনরা

রায়গঞ্জ সংলগ্ন বিহার রাজ্য থেকেও শয়ে শয়ে রোগী চিকিৎসার জন্য আসেন এখানে। যার ফলে সব সময়ই রোগীর আত্মীয় পরিজন থেকে সাধারণ মানুষের ব্যাপক ভিড় থাকে

পুনরায় চালু হল পানীয় জলের 'ATM', স্বস্তিতে হাসপাতালের রোগী-পরিজনরা

ট্রাইব টিভি ডিজিটাল: ফের চালু হল ওয়াটার এটিএম। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ওয়াটার এটিএম চালু হওয়ায় স্বস্তিতে দূর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিজনরা। এতদিন পরিশ্রুত পানীয় জলের অভাবে জলকষ্টে ভুগছিলেন হাসপাতালে মানুষজন। অবশেষে দূর হল সেই কষ্ট। 

জানা গিয়েছে, ওয়াটার এটিএম পুনরায় চালু হওয়ায় খুশী হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয় পরিজন এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজে উন্নীত হওয়ার পর থেকেই রোগীর চাপ বেড়েছে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বহু রোগী চিকিৎসা করাতে আসেন এই মেডিকেল কলেজ হাসপাতালে। 

পাশাপাশি রায়গঞ্জ সংলগ্ন বিহার রাজ্য থেকেও শয়ে শয়ে রোগী চিকিৎসার জন্য আসেন এখানে। যার ফলে সব সময়ই রোগীর আত্মীয় পরিজন থেকে সাধারণ মানুষের ব্যাপক ভিড় থাকে হাসপাতাল চত্বরে। সাধারন মানুষের স্বার্থে হাসপাতালে বসানো হয় পানীয় জলের এটিএম। সাধারন মানুষ মাত্র ২ টাকার একটি কয়েন দিয়েই ১ লিটার বিশুদ্ধ পানীয় জল পান। 
 

জানা গিয়েছে, কয়েকমাস চলার পর যান্ত্রিক ত্রুটির কারণে জেরে বন্ধ হয়ে যায় ওয়াটার এটিএমটি। যারফলে চরম দুর্ভোগে পড়েন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। ১৫/২০ টাকা প্রতি লিটার জল কিনে খেতে হচ্ছিল সাধারণ মানুষকে। বেশ কয়েকমাস পর হাসপাতালে থাকা ওয়াটার এটিএম মেশিনটি মেরামত করে বৃহস্পতিবার থেকে তা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরল সকলের।