শিয়রে পঞ্চায়েত ভোট, আজ কৃষ্ণনগরে জনসভা মমতার

শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে পুজো মিটতেই ফের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিয়রে পঞ্চায়েত ভোট, আজ কৃষ্ণনগরে জনসভা মমতার

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে পুজো মিটতেই ফের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জেলা সফরে মঙ্গলবারই নদিয়া পৌঁছেছেন তিনি। আজ বুধবার যোগ দেবেন কৃষ্ণনগরে জনসভায়। এদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। আর তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে চড়ছে পারদ। জানা গিয়েছে, এ বছর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাস উৎসব। মুখ্যমন্ত্রীর আসার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সব জায়গায়। এদিন সকাল থেকেই বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি এবং বড় গোস্বামী বাড়িতে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। সকাল দশটার পর থেকে দুই বিগ্রহ বাড়ি যাওয়ার  কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যারফলে দর্শনার্থী থেকে সাধারণ পথচারীদের বেশ খানিকটা অসুবিধায় পড়তে হয়। বেশ কিছু জায়গায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তারা মূল শহরের বাইরের দিয়ে ঠাকুর দেখেছেন। 

যদিও এ বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন তাদের মতে, মুখ্যমন্ত্রীর আগমনে  রাসযাত্রা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেকটাই সুফল পেতে পারে আগামীতে। যেমন দুর্গা পুজোর ইউনেস্কো মনোনয়নের ক্ষেত্রে হল। রাজ্যের সমস্ত সংবাদমাধ্যম একত্রে হাজির হল মুখ্যমন্ত্রীর কারণেই। যেহেতু শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বাড়ি, জগত বিখ্যাত বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি। তাই শান্তিপুরের রাশ এবং বিভিন্ন বিগ্রহ বাড়ি প্রসঙ্গে সার্বিক অন্যান্য উন্নয়নের প্রসঙ্গে বিধায়কের সঙ্গে কথা হয় এখন সেটাই দেখার প্রতীক্ষায় সকলে।