বোধনের আগেই বিসর্জনের সুর! ট্রাকে পিষ্ট হয়ে মৃত শিশু সহ ৩

এক মহিলাকে পাশ কাটাতে গিয়ে আচমকা পাথর বোঝাই লরিটি রাস্তা ছাড়িয়ে পাশের একটি বাড়ির সামনে উল্টে যায়।

বোধনের আগেই বিসর্জনের সুর! ট্রাকে পিষ্ট হয়ে মৃত শিশু সহ ৩

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ল পাথর বোঝাই ট্রাক। সেই ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের এক শিশু সহ ৩ জনের। গুরুতর আহত আরও ২ জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে, মালদহের  হরিশচন্দ্রপুর থানার দৌলতনগর গ্ৰাম পঞ্চায়েতের বটতলি গ্ৰামের ভালুকা দিল্লী দেওয়ানগঞ্জ রাজ্য সড়কে।

জানা গিয়েছে, এদিন পাথর বোঝাই ওই লরিটি বিহারের কাটিহারের দিকে যাচ্ছিল।যাওয়ার সময় সামনে আসা এক মহিলাকে পাশ কাটাতে গিয়ে আচমকা পাথর বোঝাই লরিটি রাস্তা ছাড়িয়ে পাশের একটি বাড়ির সামনে উল্টে যায়। সেখানে একটি গাছের নিচে বসেছিল দুই শিশু সহ ৫ জন। লরির নিচে চাপা পরে যায় তারা।ঘটনাস্থলেই প্রাণ হারায়  তিনজন। গুরুতর আহত হয় আরও ২ জন। সকলকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হল লুসি মন্ডল, লক্ষী মন্ডল ও আরতি মন্ডল। আহত অপর এক শিশু ও মহিলার অবস্থা সঙ্কটজনক।  

দুর্ঘটনার পরে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানা আইসি সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে আসেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, হরিশ্চন্দ্রপুর ২ ব্লক বিডিও বিজয় গিরি সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। মেশিন দিয়ে ট্রাকটিকে তোলার চেষ্টা করা হয়। এদিকে দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিকে দায়ি করছেন এলাকার বাসিন্দারা। সংকীর্ণ রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচলের জন্য এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীদের। যদিও পলাতক ঘাতক লরির চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সবরকম সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী তজমুল হোসেন।