Budget 2023 Live Update: আয়করে বড় ঘোষনা নির্মলার, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করশুন্য

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Budget 2023 Live Update:  আয়করে বড় ঘোষনা নির্মলার, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করশুন্য

ট্রাইব টিভি ডিজিটাল: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় এই বাজেট ঘিরে একদিকে যেমন আমজনতার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে তেমনই করোনা মহামারীর পর প্রায় দুই বছর বাদে আর্থিক ধাক্কা সামলে ফের বড় কোনও ঘোষনা করা হবে কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ। একনজরে দেখে নিন ২০২৩-এর বাজেট আপডেট...

12.30: ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে। 

12.28: নতুন কর কাঠামোয় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ আয়ে ২০ শতাংশ কর দিতে হবে। 

12.27: ৩ লক্ষ থেকে ৬ লক্ষ আয়ে দিতে হবে ৫ শতাংশ কর। ৯ লক্ষ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। বেসরকারি ক্ষেত্রে ছুটি বিক্রি করে ২৫ লক্ষ টাকা। 

12.23: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৭  লক্ষ। ৭ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় করশূন্য। 

12.17: চিনি সমবায়গুলিকে ছাড়, উপকৃত হবেন কৃষকরা।

12.16: আরও দামি সোনা, প্ল্যাটিনাম, কিচেন চিমনি। বিদেশি কিচেন চিমনির যন্ত্রাংশে বাড়ল অন্তঃশুল্ক

12.12: সোনা ও প্লাটিনামের বারের উপর ইমপোর্ট ডিউটি বাড়ানো হল। জয়েন্ট অ্যাকাউণ্টে এখন থেকে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

12.10: সিগারেটের উপর ১৬ শতাংশ কর বাড়ল। 

12.09: মোবাইল ফোন উৎপাদন বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। মোবাইল পার্টস এবং টেলিভিশনের কিছু যন্ত্রাংশের কাসট্মস ডিউটি কমানো হল।  কিচেন চিমনির উপর কাসট্মস ডিউটি বাড়ানো হল কিছুটা। 

12.08: ৪৭ লক্ষ যুবককে স্টাইপেন্ড দেওয়া হবে। আগামী ৪ বছরে লক্ষ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।

12.00: ডিজিটাল পেমেন্টের জন্য আইটি পোর্টাল তৈরি। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে টাকা বৃদ্ধি। 

11.59: মহিলারা ২ লক্ষ টাকা ২ বছরে রাখলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।

11.58: ব্যাঙ্কিং পরিষেবার মান উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। 

11.57: পুরোনো সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স বাতিলে জোর। ১৫ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ সিনিয়র সিটিজেন স্কীম। 

11.56: মহিলা সঞ্চয় সার্টিফিকেট স্কীম ২ বছরের জন্য ২০২৫ সাল পর্যন্ত নতুন করে চালু করা হল। 

11.55: উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য বাড়াতে ‘মিষ্টি’ প্রকল্প। বৃক্ষরোপণ হবে ১০০ দিনের কাজের মাধ্যমে। আবাস যোজনায় বরাদ্দ বেড়ে ৭৯ হাজার কোটি। 

11.52: আইআইটির গবেষণাগারে কৃত্রিম হিরে তৈরি করা হবে। ৫ বছরে ১ কোটি কৃষককে অর্গানিক ফার্ম তৈরিতে উৎসাহ দেওয়া হবে। 

11.51: কৃত্রিম পরিবেশবান্ধব উৎপাদনের জন্য গবেষণায় জোর। শিশু কিশোরদের জন্য জাতীয় ডিজিটাল গ্রন্থাগার তৈরি হবে।  

11.50: পুরনো যানবাহন বাতিলের জন্য ফান্ড বরাদ্দ। যুব সমাজের জন্য কর্মসংস্থান বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান। আগামী ৩ বছর যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান। ৩ডি প্রিন্টিং ও শিল্পের জন্য প্রশিক্ষণ। ৪৭ লক্ষ যুবককে স্টাইপেন প্রদান। 

11.49: পরিবেশ বান্ধবের ক্ষেত্রে বিশেষ জোর। পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ। ২ লক্ষ ৪০ কোটি টাকা রেলে বিনিয়োগ। গোবর গ্যাস তৈরির জন্য ১০ হাজার কোটি তাকা বরাদ্দ।

11.48: নাগরিকদের জন্য কেওয়াইসি পদ্ধতিকে আরও সহজ, ই-কোর্ট খাতে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ। 

11.47: নীতি নিয়োগ  রাজ্যগুলিকে আরও ৩ বছর সাহায্য করবে। প্রধানমন্ত্রী প্রণাম নতুন প্রকল্পের ঘোষনা। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ। 

11.46: আবাস যোজনায় বরাদ্দ বাড়ল ৭৯ হাজার কোটি টাকা। KYC দেওয়ার প্রক্রিয়া সহজতর হবে। পরিচয় পত্রে ঠিকানা সংশোধনের প্রক্রিয়া সহজহবে। 

11.45: রাজ্যগুলিকে ৫০ বছরের সুদহীন ঋণের মেয়াদ বৃদ্ধি। প্যান কার্ডই ডিজিট্যাল পরিচয়পত্রের মূল। কর্নাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে ৫,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য। 

11.44: ৫০টি নতুন এয়ারপোর্ট, ৪টি হেলিপ্যাড তৈরি হবে। ১৫৭টি নার্সিং কলেজ ৪ জায়গায় তৈরি করা হবে। জাতীয় আয় কর্মসংস্থান তৈরি করবে। নতুন বেসরকারি কাঠামোকে সরকারের সঙ্গে যুক্ত। রেলের ক্ষেত্রে বিনিযোগ ৯ গুণ বৃদ্ধি।