সরকারি চাকরির নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষক দম্পতি

মালদহ জেলার গাজলের করকচ গ্রামের বাসিন্দা রাকেশ সরকারকে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়েছিল অভিযুক্তরা।

সরকারি চাকরির নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষক দম্পতি

ট্রাইব টিভি ডিজিটাল: চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্যারা টিচার দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতি দীপক দাস ও রিঙ্কু দাস কুশমন্ডি ব্লকের বেড়ইল পঞ্চায়েতের দেহাবন্দ গ্রামের বাসিন্দা। 

কুশমণ্ডির সরলা বিএনএস হাইস্কুলে চাকরি করেন দুজনে। অভিযোগ, কখনও গ্রুপ ডি, কিংবা কৃষি বিভাগে, কখনও গ্রুপ সি আবার কখনও প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেবেন বলে বিপুল টাকা হাতিয়েছেন ওই দম্পতি। বেশ কয়েকজনকে মেল করে ভুয়ো চাকরির নিয়োগ পত্রও পাঠান। কিন্তু প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই বুধবার অভিযুক্ত দম্পতিকে আটকে রেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুশমণ্ডি থানার পুলিশ।

সরলা গ্রামের বাসিন্দা পার্থ সরকারের অভিযোগ, সেচ দফতরে চাকরি দেবেন বলে তাঁর কাছ থেকে দীপক দাস ১০ লাখ ৩৮ হাজার টাকা নিয়েছিলেন। গ্রুপ সি চাকরির জন্য কলেশ সরকার দিয়েছিলেন ৭ লাখ ৫৬ হাজার টাকা। গ্রামের বাসিন্দা জগন্নাথ সরকারকে গ্রুপ ডি পদে চাকরি দেবেন বলে প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা নিয়েছিলেন ওই দম্পতি।

আরও জানা গিয়েছে, মালদহ জেলার গাজলের করকচ গ্রামের বাসিন্দা রাকেশ সরকারকে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়েছিল অভিযুক্তরা। পুপুড়া গ্রামের অনুপ সরকার দিয়েছিলেন ৯ লাখ টাকা। অভিযুক্ত দীপক দাস অবশ্য জানিয়েছেন, তিনি কোনও টাকা নেননি। বরং এই ঘটনায় আরও কয়েকজনের নাম জানিয়েছেন তিনি। 

পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে কুশমণ্ডি এসআই রবন দাস জানিয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।