পানিপথে সিলিণ্ডার বিস্ফোরণ, মৃত বাংলার ৬

উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা মহম্মদ করিম (৪০) গত দু'বছর ধরে কর্মসূত্রে পানিপথে পরিবার নিয়ে থাকতেন।

পানিপথে সিলিণ্ডার বিস্ফোরণ, মৃত বাংলার ৬

ট্রাইব টিভি ডিজিটাল: সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক ঘটনা। প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের জাকির বস্তি এলাকায়। মৃতদের মধ্যে দু'জন নাবালকও রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদতে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা মহম্মদ করিম (৪০) গত দু'বছর ধরে কর্মসূত্রে পানিপথে পরিবার নিয়ে থাকতেন। সেখানে খাদি কাপড়ের কাজ করতেন মহম্মদ। পুলিশ আরও জানিয়েছে, মৃতদের নাম হল- মহম্মদ করিম (৪০) তাঁর স্ত্রী আফরোজ বেগম (৩৫)। এছাড়াও দুর্ঘটণায় প্রাণ হারিয়েছে তাঁদের চার সন্তানও। তারা হল- রেশমা (১২), ইশরাত জাহান (১৭) ও আবদুস (০৭), আফরান (০৫)। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে পরিবারের ৬ সদস্যের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। 

মৃত মহম্মদ করিমের বাবা জাকির জানান, তাঁর ছেলে-বউমা কাজের খোঁজে বছর দু'য়েক আগে পানিপথে গিয়েছিলেন। সেখানেই খাদির কাজ করতেন তারা। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ তাঁদের বাড়িতে ছেলে-বউমার মৃত্যুর খবর এসে পৌঁছয়। আর তাতেই অথৈ জলে পড়েছেন বৃদ্ধ। তিনি বলেন, ''শুনলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সবার মৃত্যু হয়েছে। কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না!''