আফগানিস্তানে সঙ্কটে সংখ্যালঘু!

জেহাদিদের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসেন ৫৫ জন আফগান শিখ। তাঁদেরই একজন জানিয়েছেন, কীভাবে ধর্মের নামে অত্যাচার চালাচ্ছে তালিবান।

আফগানিস্তানে সঙ্কটে সংখ্যালঘু!

ট্রাইব টিভি ডিজিটাল: গতবছর আফগানিস্তান দখল করেছে তালিবান। তারপরই থেকেই সে দেশের হাতেগোনা সংখ্যালঘুদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 

রবিবার জেহাদিদের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসেন ৫৫ জন আফগান শিখ। তাঁদেরই একজন জানিয়েছেন, কীভাবে ধর্মের নামে অত্যাচার চালাচ্ছে তালিবান। গতকাল আফগানিস্তান থেকে একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন শরণার্থীর। অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ জন হিন্দু এবং শিখ এখনও আফগানিস্তানে রয়েছেন। জুন মাসে কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে হামলার পর এখনও পর্যন্ত প্রায় ৬৮ জন আফগান হিন্দু ও শিখ এদেশে এসেছেন। যাত্রীদের বিমান ভাড়া কমিটি বহন করেছে।

দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলজিৎ সিং নামের এক আফগান শিখ যুবক তালিবানের ভয়াবহ অত্যাচারের বর্ণনা দেন। তিনি বলেন, ''আফগানিস্তানের অবস্থা খুব একটা ভাল নয়। আমাকে চারমাস জেলে বন্দি করে রাখা হয়েছিল। তালিবান আমাদের প্রচণ্ড ঠকিয়েছে। জেলে আমাদের চুল কেটে নেওয়া হয়। ভারতে আসতে পেরে এবং নিজের ধর্মে ফিরতে পেরে আমি খুব খুশি।'' সুখবীর সিং খালসা নামের অন্য এক শরণার্থী বলেন, ''দ্রুত আমাদের ভিসা দিয়ে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এখনও আমাদের পরিবারের ৩০ থেকে ৩৫ জন আফগানিস্তানে আটকে রয়েছেন।'' 

এদিকে, আফগান শিখদের দেশ ছাড়ার অনুমতি দিলেও ধর্মগ্রন্থ আনতে দেয়নি তালিবান। ফলে আফগানিস্তানেই রয়ে গিয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব' এবং 'সাচ্চি সাহিব' দু’টি সংস্করণ। এই বিষয়ে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট হরজিন্দর সিং ধামি জানিয়েছেন, ধর্মগ্রন্থগুলি ভারতে ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবেন তিনি।