বিয়ে বাড়ির আনন্দের পরিবেশে হঠাৎ কান্নার রোল, কনেযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় জখম বহু

ভয়ংকর এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোটা এলাকা যখন ঘুমে আচ্ছন্ন তখন আচমকা এক বিকট শব্দ শোনা যায়।

বিয়ে বাড়ির আনন্দের পরিবেশে হঠাৎ কান্নার রোল,  কনেযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় জখম বহু

ট্রাইব টিভি ডিজিটাল: বিয়েবাড়ির আনন্দ মুহুর্তের মধ্যে বদলে গেল কান্নার রোলে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৭ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাট এলাকায়।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কন্যাযাত্রী বোঝাই একটি বাস নওদার গোঘাটা থেকে বহরমপুরের চুনাখালি নিমতলার দিকে যাচ্ছিল। সূত্রের খবর, রাত তখন প্রায় ২টো। নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকান ভেঙে রাস্তার মাঝে উল্টে যায় ওই যাত্রী বোঝাই বাসটি। বিকট শব্দ শুনে এলাকার মানুষজন ঘটনাস্থল ছুটে যান। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। গাড়ি চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে।  ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

ভয়ংকর এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোটা এলাকা যখন ঘুমে আচ্ছন্ন তখন আচমকা এক বিকট শব্দ শোনা যায়। সেই শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। তাঁরা রাস্তায় বেরিয়ে দেখেন, একপাশে উল্টে পড়ে রয়েছে বাস। উদ্ধার কাজে এগিয়ে আসেন অনেকেই। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি এভাবে উল্টে যায় বলে মনে করা হচ্ছে। কে বাস চালাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। রাস্তার পাশে থাকা দোকানগুলিও ভেঙে গিয়েছে বাসের ধাক্কায়। তবে রাতে দোকান বন্ধ থাকায় হতাহত হননি কেউ। সকালেও দেখা যায় বাসটি রাস্তার ধারে উল্টে পড়ে রয়েছে।