'তৃণমূল স্তর থেকে ভারত গঠনের কাজই করে চলেছে RSS': মোহন ভাগবত

সোমবার শহিদ মিনারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে আর এস এস-এর পোশাকেই দেখা গেল বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষকে

'তৃণমূল স্তর থেকে ভারত গঠনের কাজই করে চলেছে RSS': মোহন ভাগবত

ট্রাইব টিভি ডিজিটাল: মতাদর্শগত মিল নয়, বিরোধিতাই ছিল। সংঘের কাজকর্ম বিশেষ পছন্দ ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসুর। অপর পক্ষেরও মনোভাব ছিল একই। কিন্তু কালের চক্রে বদল হয়েছে কত কী। স্বাধীন ভারত গড়ার মূল কারিগর নেতাজিই কালে কালে হয়ে উঠেছেন সংঘের আদর্শ। 

 সোমবার নেতাজির ১২৭ তম জন্মদিনে কলকাতার শহিদ মিনারে নেতাজি লহ প্রণাম অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানাল আরএসএস। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। নেতাজির আদর্শ কীভাবে সংঘের কাজকর্ম চলে, তা বোঝালেন তিনি। ভাগবতের দাবি, তৃণমূল স্তর থেকে ভারত গঠনের কাজই করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি আগেই ঠিক করেছিল আরএসএস। এই কর্মসূচিকে সামনে রেখে ৫ দিনের সফরে বাংলায় এসেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। সোমবার সকাল থেকেই শহিদ মিনারে আরএসএএস কর্মীরা কুচকাওয়াজ শুরু করেন। অনুষ্ঠান মঞ্চের ব্যানারে বাংলাতেই লেখা ছিল নেতাজি লহ প্রণাম। এই সমাবেশে বিজেপি আলাদাভাবে আমন্ত্রিত না থাকলেও দর্শকাসনের সামনে সারিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতদের।

সোমবার শহিদ মিনারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে আর এস এস-এর পোশাকেই দেখা গেল বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত, একথা কারও অজানা নয়। এমনকী আরএসএস থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন। সেই দিলীপকেই এদিন আরএসএসের পোশাক পড়তে দেখা যায়। তবে শহিদ মিনার গ্রাউন্ডে অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি খড়্গপুরের সাংসদ। নেতাজি জন্মজয়ন্তী উদযাপন নিয়ে আরএসএস ও বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের দাবি হঠাৎ করে আরএসএসও বিজেপির নেতাজিকে মনে পড়েছে। সেই প্রসঙ্গে পাল্টা দিলীপ ঘোষ জানান, তৃণমূলের জন্মের আগে থেকে তাঁরা নেতাজিতে নিয়ে অনুষ্ঠান করছে। তৃণমূল তো সবে কদিন হল নেতাজিকে নিয়ে অনুষ্ঠান করছে। 

প্রসঙ্গত,  আজ নেতাজির ১২৭ তম জন্মজয়ন্তী। রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলের তরফেই একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রত্যেকবারই দলীয় তরফে তৃণমূল নেতাকর্মীদের এলাকায় এলাকায় নেতাজির জন্মজয়ন্তী পালনের ডাক দেওয়া হয়। এবারও তাঁর অন্যথা হয়নি। অন্যদিকে আজকের এই বিশেষ দিনে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ১২টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সাইরেন ও শঙ্খধ্বনির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। শঙ্খ বাজান মুখ্যমন্ত্রী।
 মাল্যদান করেন নেতাজির মূর্তিতে।