ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে RSS প্রধান

কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক আছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতায় এসছেন তিনি।

ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে RSS প্রধান

ট্রাইব টিভি ডিজিটাল: টানা ৬ দিনের সফরে রাজ্যে এসে পৌঁছলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বুধবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছান আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে 18006 জগদলপুর এক্সপ্রেসে থেকে সকাল 5:15 মিনিটে হাওড়া এসে পৌঁছান। যেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন।

কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক আছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতায় এসছেন তিনি। এদিকে মোহন ভাগবতের বঙ্গ সফর ঘিরে হাওড়া স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, এই সফরে মোহন ভগবত বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন রাজ্যের বিশিষ্টদের সঙ্গে। মোহন ভাগবত পৌছনোর সময়, হাওড়া স্টেশনে (Howrah Station) কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মোহন ভাগবত ট্রেন থেকে নেমে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার না করে হেঁটে নিজের গাড়ির সামনে পৌঁছন, সম্ভবত সকালে তিনি পায়ে হেঁটে যেতে চেয়েছেলেন। তিনি নিজের গাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আসেন এবং তারপরে সড়কপথে হাওড়া স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন, এই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনওরকম কথা বলেননি।

সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত কলকাতায় থাকবেন তিনি। এই ৬ দিনের মধ্যে একদিকে যেমন বেশ কয়েকবার সাংগঠনিক বৈঠক করবেন, তেমনই শহিদ মিনারে জনসভাও করবেন মোহন ভাগবত। আগামী ২৩ জানুয়ারি শহিদ মিনারে জনসভা করবেন সঙ্ঘ প্রধান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েই তাঁর জন্মদিনে জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় রাজ্য BJP নেতারাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। 

আরও জানা গিয়েছে, শহিদ মিনারে জনসভা করার আগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মোহন ভাগবতের দেখা করার কথা রয়েছে। এছাড়া ২০, ২১ ও ২২ জানুয়ারি সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন RSS প্রধান। সূত্রের খবর, মূলত কলকাতা এবং হাওড়ার কর্মীরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন।