প্রাপ্য মিড-ডে মিল থেকে বঞ্চিত প্রসূতি, শিশুরা! কাঠগড়ায় বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত মিড'ডে মিল দেওয়া হচ্ছে। শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া শিশু এবং অভিভাবকদের বিস্তর অভিযোগ রয়েছে এ বিষয়ে।

প্রাপ্য মিড-ডে মিল থেকে বঞ্চিত প্রসূতি, শিশুরা! কাঠগড়ায় বিদ্যালয়

ট্রাইব টিভি ডিজিটাল: বিদ্যালয় আছে, আছে শিশু শিক্ষা কেন্দ্রের রন্ধনশালাও। কিন্তু দীর্ঘ এক সপ্তাহ ধরে গর্ভবতী এবং প্রসূতি ১৭ জন মা ও ৫১ জন শিশুর জন্য বরাদ্দকৃত আহার থেকে বঞ্চিত।
 শান্তিপুর বেলঘড়িয়া দু'নম্বর পঞ্চায়েতের নরসিংহ নগর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষাকেন্দ্রের ঘটনা।  

জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত মিড'ডে মিল দেওয়া হচ্ছে। শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়া শিশু এবং অভিভাবকদের বিস্তর অভিযোগ রয়েছে এ বিষয়ে। তাঁদের দাবি, শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা লক্ষ্মী রানী ভদ্রকে জানিয়েও মেলেনি ফল। তবে গ্রামের মানুষ ঠিক কোথায় গিয়ে অভিযোগ জানাবেন সে বিষয়ে সচেতন না হওয়ায় কারণে মুখ বুজেই সয়ে যাচ্ছেন সব কিছু। 

 আরও জানা গিয়েছে, এমনকি বন্ধ থাকা দিনগুলির জন্য আগামীতে তাদের বরাদ্দ একসঙ্গে দেওয়া হবে কিনা শেষ উত্তরও দিতে পারেনি দিদিমণি, ফলে ক্রমেই বাড়ছে ক্ষোভ। এ বিষয়ে আমরা শিক্ষিকা লক্ষ্মী রানী ভদ্রের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানান, কোনও একটি ইউনিটে ফুরিয়ে গেলে পাশের ইউনিট থেকে নিয়ে আসা হত। কিন্তু বর্তমানে, প্রত্যেক ইউনিটেরই প্রায় একই অবস্থা।

 এ বিষয়ে সুপারভাইজার কে জানানো রয়েছে, আশা করি দুই একদিনের মধ্যেই এসে যাবে খাদ্য সামগ্রী। তবে বন্ধ থাকা দিনের বরাদ্দ একসঙ্গে পাবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এলাকাবাসীর প্রশ্ন বরাদ্দকৃত খাদ্য সামগ্রীর এক সপ্তাহের খাদ্য খাবার তাহলে কি হবে? গর্ভবতী অথবা প্রসূতি মায়েরাও কি প্রতীক্ষায় থাকবেন সরকারি প্রকল্পের বরাদ্দ পেতে!