মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই রাজ্যসড়ক থেকে উদ্ধার তাজাবোমা, চাঞ্চল্য এলাকায়

এখনও পর্যন্ত ১৩টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সবগুলি রাস্তার পাশে একটি খালে মজুদ করে রাখা ছিল প্লাস্টিকের কন্টেনারে।

মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই রাজ্যসড়ক থেকে উদ্ধার তাজাবোমা, চাঞ্চল্য এলাকায়

ট্রাইব টিভি ডিজিটাল: সামনেই পঞ্চায়েত ভোট। চলছে শাসক-বিরোধি জোর তরজা, তারই মধ্যে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার কান্দিতে। জানা গিয়েছে, মঙ্গলবার পুলিশি অভিযানে দুটি জারে মোট ১৩টি বোমা উদ্ধার করেছে সালার থানার পুলিশ।

সূত্রের খবর, এদিন সালার থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, কান্দি সালার রাজ্য সড়কের পাশে খাড়েরা বাস স্টপ এলাকায় বোমা রাখা রয়েছে। এই খবর পেয়ে পুলিশি অভিযানে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হয়। আরও জানা গিয়েছে, সালার থানার পুলিশ সোমবার রাতে কান্দি সালার রাজ্য সড়কের পাশে খাড়েরা বাস স্টপ এলাকা থেকে দুটি কন্টেইনার ভরা বোমা উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর,  এখনও পর্যন্ত ১৩টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সবগুলি রাস্তার পাশে একটি খালে মজুদ করে রাখা ছিল প্লাস্টিকের কন্টেনারে। পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ও ঘটনাস্থলে গিয়ে বোম ডিটেক্টর দিয়ে তল্লাশি শুরু করলে বোমাগুলি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই এলাকায় আরও বোমা রয়েছে খোঁজ খবর শুরু করা হয়েছে। তল্লাশি চলছে। এদিকে এই বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে কীভাবে এই বোমাগুলি রাস্তার পাশে বাসস্টপের কাছে এল? কারা বোমাগুলি মজুদ করে রেখেছিল? তা জানতে তল্লাশি শুরু হয়েছে।