Big Breaking: পার্টি অফিসে ঢোকার আগেই গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, অবস্থা আশঙ্কাজনক

রবিবার ভরদুপুরে দলীয় কার্যালয়ে ঢোকার সময় গুলিবিদ্ধ হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস

Big Breaking:  পার্টি অফিসে ঢোকার আগেই গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, অবস্থা আশঙ্কাজনক

ট্রাইব টিভি ডিজিটাল: পার্টি অফিসে যাওয়ার আগেই গুলিবিদ্ধ স্বাস্থ্যমন্ত্রী। রবিবার ভরদুপুরে দলীয় কার্যালয়ে ঢোকার সময় গুলিবিদ্ধ হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। সূত্রের খবর, বুকে গুলি লাগে স্বাস্থ্যমন্ত্রীর। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নবকিশোর দাস। 

জানা গিয়েছে, এদিন পার্টি অফিসের সামনে গাড়ি থেকে নামতেই বুকে গুলি লাগে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের। সেই সময়ের ঘটনার একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বজরঙ্গ নগরে মন্ত্রীর গাড়ি এসে দাঁড়ায়। পিছন থেকে নিরাপত্তারক্ষী এসে দরজা খুলে দেন মন্ত্রীর। সামনের সিটে বসে ছিলেন মন্ত্রী। তিনি গাড়ি থেকে নামতেই দলীয় সমর্থকরা এগিয়ে আসেন মন্ত্রীর দিকে। তাঁর গলায় মালা পরিয়ে দেন। এরপরই দেখা যায়, মন্ত্রী ছিটকে গাড়ির ভিতরে পড়লেন। দুই হাত দিয়ে চেপে ধরে রয়েছেন বুক। সঙ্গে সঙ্গে বোঝা যায়, গুলিবিদ্ধ হয়েছেন মন্ত্রী। ভিডিয়োয় হামলাকারীকে দেখা না গেলেও, খুব কাছ থেকে মন্ত্রীকে পরপর দুইবার গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন মন্ত্রী নবকিশোর দাস। তাঁর অবস্থা সঙ্কটজনক। গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঝাড়সুগুদা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে হামলার কথা শুনেই ঘটনার সমালোচনা করেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক। এদিন টুইটারে তিনি বলেন, ''স্বাস্থ্যমন্ত্রী নব দাসের উপরে হামলার ঘটনায় আমি স্তম্ভিত। এই হামলার কড়া নিন্দা করছি এবং মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। বিভাগের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।''