রাজনীতির একযুগের অবসান, প্রয়াত মুলায়াম সিং যাদব

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধান ছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

রাজনীতির একযুগের অবসান, প্রয়াত মুলায়াম সিং যাদব

ট্রাইব টিভি ডিজিটাল: সপ্তাহের শুরুতেই মন খারাপ করা খবর।  প্রয়াত সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব। গত ২২ অগস্ট থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধান ছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত একসপ্তাহ ধরে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল ৮'টা নাগাদ হাসপাতালেই জীবানাবসান হয় তাঁর। মুলায়াম সিং যাদব সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি ৩ বার উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। ১৯৮৯ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

প্রয়াত রাজনীতির দ্বিতীয় 'নেতাজি'। জাতীয় রাজনীতির মহীরুহ পতনে শোকের ছায়া রাজনৈতিক মহলে। সোমবার সকালে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদবের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লেখেন, 'দেশে জরুরি অবস্থা জারির সময়ে গণতন্ত্র রক্ষার যুদ্ধে অন্যতম প্রধান সৈনিকের দায়িত্ব পালন করেন ছিলেন মুলায়ম সিং যাদব। সাংসদ থাকাকালীনও দেশের উন্নতির জন্য তাঁর লড়াই মনে রাখবে দেশবাসী।" 
সোমবার সকালে সোশ্যাল মিডিয়াতে খবরটি প্রথম পাওয়া যায়। পরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও নিজের বাবার মৃত্যুর খবরটি সত্যি বলে জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ সিং যাদব। একটি টুইট করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবরটি সুনিশ্চিত করেন সমাজবাদী পার্টির বর্তমান প্রধান অখিলেশ।