মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক! মাঝপথে জরুরি অবতরণ

চার্টাড ওই বিমানটি ভারতের আকাশপথে প্রবেশের আগেই পথ ঘুরিয়ে উজবেকিস্তানে নামানো হয়।

মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক! মাঝপথে জরুরি অবতরণ

ট্রাইব টিভি ডিজিটাল: এক মাসের মধ্যে দু'বার! ফের মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানযাত্রীদের মধ্যে। যারফলে অতিরিক্ত সতর্কতা হিসেবে উজবেকিস্তানের কাছে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যদিও শেষপর্যন্ত বিমানের ভিতর কোনও বোমা জাতীয় কিছুই মেলেনি বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। 

সূত্রের খবর, রাশিয়ার রাজধানী মস্কোর পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪০ জন যাত্রী নিয়ে চার্টাড বিমানটি উড়ে গিয়েছিল গোয়ার উদ্দেশ্যে। শনিবার ভোর 4.15 মিনিট নাগাদ বিমানটির গোয়া  Dabolim আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু মাঝপথে ঘটে যায় বিপত্তি। এদিন রাত সাড়ে ১২'টা নাগাদ ডাবোলিম এয়ারপোর্ট ডিরেক্টরের তরফে একটি ইমেল আসে। সেখানে এই বিমানে বোমা রাখার কথা উল্লেখ করা হয়েছে। তারপরই বিমান ঘুরিয় নেওয়া হয়।

জানা গিয়েছে, চার্টাড ওই বিমানটি ভারতের আকাশপথে প্রবেশের আগেই পথ ঘুরিয়ে উজবেকিস্তানে নামানো হয়। বিমানে মোট ২৩৮ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ছিলেন। তাঁদের মধ্যে দুজন শিশুও রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন,মস্কোর ওই চার্টার্ড বিমানের আজ সকাল ৪ টে ১৫ মিনিটে দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে তা না হয়ে গতিপথে কিছু পরিবর্তন হয়। 

উল্লেখ্য, এদিকে গত দু'সপ্তাহ আগেই গোয়াগামী মস্কোর একটি বিমানে বোমাতঙ্কের খবর মেলে। তারপর গোয়ার পরিবর্তে গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ওই বিমানটিকে। এই ঘটনার মাত্র দু'সপ্তাহের মধ্যেই ফের গোয়াগামী মস্কোর বিমানে বোমাতঙ্ক। যারফলে আরও একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তার বিষয়টি!