রাতের অন্ধকারে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা, রহস্য নিয়ে ধোঁয়াশায় পুলিশ

প্রথমে স্থানীয় ব্যবসায়ী সোনু পন্ডিতের গুদামে আগুন লাগে। স্থানীয়দের তরফে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

রাতের অন্ধকারে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা,  রহস্য নিয়ে ধোঁয়াশায় পুলিশ

ট্রাইব টিভি ডিজিটাল: রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে গেল পর-পর ২টি বাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি জেলার বানাহাটের হাটখোলা এলাকায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক  ছড়িয়ে পড়ে এলাকায়। 

জানা গিয়েছে, প্রথমে স্থানীয় ব্যবসায়ী সোনু পন্ডিতের গুদামে আগুন লাগে। স্থানীয়দের তরফে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলকে। স্থানীয়দের দাবি, এত দূর থেকে দমকল আসার আগেই আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  ধুপগুড়ি ও মালবাজার থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দমকল কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়।

অন্যদিক, জগাছা থানার অন্তর্গত কোনা খেজুরতলা এলাকায় একটি ধাবাতে আগুন লাগে। রাত তিনটে নাগাদ আগুন লাগে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারপর দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। এদিকে এই ঘটনায় ধাবার মালিকের অভিযোগ, কেউ ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে। 

এছাড়াও বুধবার ভয়াবহ অগ্নিকান্ডের পর, বৃহস্পতিবার ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মঙ্গলদ্বারি এলাকায় পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন রাত ১২টা নাগাদ আগুন লাগে। ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র এবং বহু নথি ও কাগজপত্র। পুড়ে যায় টেবিল চেয়ার বেঞ্চ সহ দুটি সিলিং ফ্যান। গভীরাতে আগুন লাগে বলে জানা গিয়েছে। 

এদিকে কে বা কারা এই অগ্নিকান্ডের সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। এদিন সকালেই ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়। তিনি জানান, গতকাল রাত ১০ টা পর্যন্ত মঙ্গলদ্বারির এই শাখা অফিসে মিটিং করা হয়। এরপর রাত ১২ টা নাগাদ খবর যায় দলীয় এই শাখা অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়। তিনি আরও জানান, বিরোধীরা সমবায় ভোটে বা কোনও ভাবে কিছু পেরে উঠতে না পেরে হয়ত তারাই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। যদিও ঘটনায় তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।