রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার, অস্বস্তিতে শাসকদল

মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের হযরত নগর থেকে আজিমপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা।

রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার, অস্বস্তিতে শাসকদল

ট্রাইব টিভি ডিজিটাল: দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা। দিনের পর দিন ধরে রাস্তার হাল পরিবর্তন না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন পথ চলতি নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। রাস্তা মেরামতের কথা বার বার বলেও কোনও সুরাহা হয়নি। যারফলে একপ্রকার বাধ্য হয়ে এবার রাস্তা সারাইয়ের দাবিতে পোস্টার ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 

মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের হযরত নগর থেকে আজিমপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই রাস্তার কারণেই হযরত নগর, আজিমপুর, মিরাদল সহ বেশ কিছু গ্রামের মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। গ্রামবাসীরা বারবার বিভিন্ন মহলে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই একপ্রকার বাধ্য হয়ে রাস্তা সারাই না হলে গ্রামে নেতাদের প্রবেশ নিষিদ্ধ জানিয়ে গ্রামজুড়ে পোস্টার দিয়েছেন তাঁরা। 

এদিকে এই পোস্টার অনেক আগেই দেওয়া উচিত ছিল গ্রামবাসীদের। এরপর গ্রামে শাসক দলের নেতারা গেলে তাদের জনগণ তারা করবে এমনই দাবি বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের। অম্লান ভাদুড়ির।
গোটা বিষয়টি প্রশাসন দেখবে এবং দলীয়ভাবে দেখে রাস্তার ব্যবস্থা করা হবে জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র। শুভময় বসু। 

এদিকে শিয়রে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে এই ধরনের পোস্টারের ঘটনা প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতোর।