গণেশ চতুর্থীতে রৌদ্র ঝলমল আকাশ, কবে মিলবে বৃষ্টির দেখা জানুন...

দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অস্বস্তিকর আবহাওয়া বাড়বে সকাল ৮'টার পর থেকেই। উত্তরবঙ্গে বুধবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গণেশ চতুর্থীতে রৌদ্র ঝলমল আকাশ, কবে মিলবে বৃষ্টির দেখা জানুন...

ট্রাইব টিভি ডিজিটাল: গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও। ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না শহরবাসী। বুধবার গণেশ চতুর্থীর সকালে রৌদ্র ঝলমল মহানগরের আকাশ। আপাতত দেখা মিলবে না ছিটেফোঁটা বৃষ্টিরও। একই অবস্থা থাকবে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে। যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিন রাজ্যে সারাদিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরেই। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে। আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুত্‍ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অস্বস্তিকর আবহাওয়া বাড়বে সকাল ৮'টার পর থেকেই। উত্তরবঙ্গে বুধবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়।

উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং -জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে  দক্ষিণবঙ্গে এখনই  ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী  কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির হতে পারে। অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েক দিন অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে। আগামী তিন চার দিন সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।