আজ গুজরাটে ৮৯ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ

বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর ।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন গুজরাতে। আজ প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। ভোটগ্রহণ হবে ৮৯টি নির্বাচনী কেন্দ্রে। বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী  ডিসেম্বর  

প্রথম দফায় গুজরাতে ভোটগ্রহণ হবে ৮৯টি নির্বাচনী কেন্দ্রে।এই গুজরাতেরই ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  বিগত ছয় নির্বাচনে পর পর বিজেপি- জয়ী হয়েছে গুজরাতে  কিন্তু এত দিন গুজরাতে বিজেপি- মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। গতবার চমকে দেওয়ার মতো ফল করলেও, ক্ষমতাদখল থেকে দূরেই ছিল কংগ্রেস  যাও বা আসন জিতেছিল, একে একে বিধায়কদের অনেকেই বিজেপি-তে গিয়ে উঠেছেন। সেই সঙ্গে রাজ্যে নয়া প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি  ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গুজরাতে আগ্রাসী প্রচার চালিয়েছে তারা। তাই আগেভাগে হিসেব পাওয়া মুশকিল বলে ঠাহর হচ্ছে।