বাড়ছে করোনার উপদ্রব, মাক্স ব্যবহার না করলে ৫০০ টাকা জরিমানা এই রাজ্যে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি।

বাড়ছে করোনার উপদ্রব, মাক্স ব্যবহার না করলে ৫০০ টাকা জরিমানা এই রাজ্যে


ট্রাইব টিভি ডিজিটাল: সামনেই উৎসবের মরশুম। তার আগে ফের ভয় ধরাচ্ছে দেশের করোনা গ্রাফ। রাজধানী দিল্লি সহ গোটা দেশেই নতুন করে ঊর্ধ্বমুখী সংক্রমণ।

 শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৪৪ শতাংশ। যা রীতিমতো উদ্বেগজনক।

এদিকে রাজধানী শহরে উত্তরোত্তর কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের জনগণক মাক্স ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, যে সমস্ত নাগরিকরা এই নির্দেশিকা মানবেন না তাঁদেরকে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

এই বিষয়ে দিল্লির রাজস্ব বিভাগের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, কোভিড সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ফের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সংক্রমণ মোকাবিলায় এখন থেকেই কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার। আর এর জন্যই প্রশাসনের তরফে ফের সাধারণ মানুষকে মাক্স ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। 

এই বিষয়ে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA) উল্লেখ করেছে যে, দক্ষিণ দিল্লির একাধিক জেলার কোভিড বিধি সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। যেহেতু এই সব এলাকায় ফের কোভিডের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। তাই পরিস্থিতি যাতে বেগতিক না হয় তা মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।